ভবিষ্যতে চিকিৎসক হতে চায় জয় মন্ডল, উচ্চমাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য দ্বিতীয় রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র

Last Updated:

মেধাতালিকা প্রকাশ না হওয়ায় একটু খারাপ লাগলেও তার এই ফলাফলে খুশী সে।

#রায়গঞ্জ: করোনার আবহে উচ্চমাধ্যমিকের রেজাল্টের মেধাতালিকা রাজ্য সরকার প্রকাশ না করলেও ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র জয় মন্ডল। বরাবরই মেধাবী ছাত্র হিসাবে খ্যাত জয় মন্ডলের অভাবনীয় সাফল্যে খুশী তার পরিবার ও রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের শিক্ষকেরা। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশুনা করে একজন চিকিৎসক হয়ে সাধারন মানুষের সেবা করাই লক্ষ্য উচ্চমাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় জয় মন্ডলের।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।  উচ্চমাধ্যমিকের একটি পরীক্ষা চলাকালীনই করোনার কার বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল কলেজ। ফলে স্থগিত হয়ে যায় একটি বিষয়ের পরীক্ষাও। এমতাবস্থায় একটি বিষয়ে সর্বোচ্চ গড় নম্বর ধরে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে রাজ্যের উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ।
এবারে মেধাতালিকা প্রকাশ না করেই শুক্রবার উচ্চমাধ্যমিকের অনলাইনে ফলাফল ঘোষণা করে পর্ষদ। ৫০০ নম্বরের পরীক্ষায়  রাজ্যে সর্বোচ্চ নম্বর হয় ৪৯৯।  রায়গঞ্জ হাইরোড কালীতলার বাসিন্দা রায়গঞ্জ স্পিনিং মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী জ্যোতির্ময় মন্ডলের ছেলে করোনেশন হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র জয় মন্ডল পেয়েছে ৪৯৮ নম্বর। বাংলা ও ইংরেজি তে ৯৯ করে নম্বর পেলেও বাকি বিষয়গুলিতে জয় ১০০  পেয়েছে। মেধাতালিকা প্রকাশ না হওয়ায় একটু খারাপ লাগলেও তার এই ফলাফলে খুশী সে।
advertisement
advertisement
Uttam Paul
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভবিষ্যতে চিকিৎসক হতে চায় জয় মন্ডল, উচ্চমাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য দ্বিতীয় রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement