House Decoration: বাড়ি না পার্ক এক ঝলক দেখে বুঝতে পারবেন না! বসতভিটে দেখতে ছুটে আসছে মানুষ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
House Decoration: বাড়ির সীমানার ভেতর তিনি তৈরি করেছেন মাছের জন্য ছোট্ট একটি জায়গা। বর্তমানে পার্কের মতো দেখতে কোচবিহারের এই বাড়িটি চাক্ষুষ করার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ। এদিকে পার্কে রাখা সমস্ত মূর্তি ভজন সরকার
কোচবিহার: নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে থাকে সবার। তবে কোচবিহারের ভজন সরকার যেভাবে নিজের বসতবাড়ি সাজিয়েছেন তা দেখলে বিস্মিত হয়ে যাবেন। সেটা বাড়ি না পার্ক, তা একঝলক দেখে বোঝার উপায় নেই।
বাড়ির সামনে তিনি বসিয়েছেন বেশ কিছু পশু-পাখির মূর্তি। ঠিক যেমনটা বিভিন্ন পার্কে থাকে। এছাড়া বাড়ির সীমানার ভেতর তিনি তৈরি করেছেন মাছের জন্য ছোট্ট একটি জায়গা। বর্তমানে পার্কের মতো দেখতে কোচবিহারের এই বাড়িটি চাক্ষুষ করার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ। এদিকে পার্কে রাখা সমস্ত মূর্তি ভজন সরকার নিজে তৈরি করেছেন বলে জানিয়েছেন। সমস্ত মূর্তিগুলি তিনি নিজে হাতে তৈরি করেছেন। বেশ অনেকটা সময়ে লেগেছে এক একটি মূর্তি তৈরি করতে। সিমেন্ট, বালি ও রড দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিগুলি।
advertisement
আরও পড়ুন: শেষ রক্ষা হল না! চিতাবাঘের চামড়া সহ ধৃত দুই
advertisement
এই বাড়ির সামনে বড় পাঁচটি মূর্তি রয়েছে। এছাড়া বাড়ির দেওয়ালের ওপর ছোট অনেকগুলি খরগোশের মূর্তি রয়েছে। তারপর থেকে ধীরে ধীরে তৈরি হয় বাকি মূর্তি। বর্তমান সময় তিনি প্রয়াত বাবার মূর্তি তৈরি করছেন। সেই মূর্তি তৈরির কাজও অনেকটা সম্পন্ন হয়েছে।
advertisement
তিনি আরও জানান, ভবিষ্যতে তাঁর বেশ কিছু মনীষীদের মূর্তি তৈরির ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই সেজন্য প্রস্তুতিও শুরু করেছেন। তবে তৈরি এই মূর্তিগুলি বহু মানুষকে আকর্ষণ করে। বহু বাচ্চারা এই মূর্তিগুলি দেখে বেশ পছন্দ করে। পথ চলতি অনেকে মূর্তিগুলোর সঙ্গে ছবি পর্যন্ত তোলেন। অনেকেই তাঁর ফোন নম্বর সংগ্রহ করে তাঁকে ফোন করেন মূর্তি তৈরি করে দেওয়ার জন্য। তবে অফিসের কাজের মাঝে তাঁর সময় হয় না অন্য মূর্তি তৈরি করার। তাই সেই মানুষগুলিকে তাঁকে না বলতে হয়। এতে তাঁর ও ওই ব্যক্তিদের খারাপ লাগলেও তাঁর করার কিছু থাকে না।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2024 5:24 PM IST