Malda: একসঙ্গে বাথরুমে যাওয়ার শাস্তি, চার ছাত্রীকে ঘরে বন্ধ করে ভয়ঙ্কর শাস্তি হোস্টেল সুপারের!
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
প্রতিবাদে সরব অভিভাবকেরা, তদন্তে পুলিশ। অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত সুপার।
মালদহ: মালদহে স্কুল হোস্টেলে নির্যাতনের শিকার নাবালক ছাত্রীরা। শারীরিক নির্যাতনের অভিযোগ হোস্টেল সুপারের বিরুদ্ধেই। ঘর বন্ধ করে ছাত্রীদের বেধড়ক মার। একসঙ্গে একাধিক ছাত্রী বাথরুমে যাওয়ায় নির্মম 'শাস্তি'। পুরাতন মালদহের স্কুলে মহিলা হোস্টেল সুপারের নির্যাতনের প্রতিবাদে সরব অভিভাবকেরা।
অন্তত চার জন ছাত্রীকে মারধর ও অত্যাচার করা হয় বলে অভিযোগ। অভিযোগে সজোরে চড় মারার ফলে কানে শুনতে সমস্যা হচ্ছে এক ছাত্রীর। পুরাতন মালদহ থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাম মার্ডি হাইস্কুলের ঘটনা। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকেরা। হোস্টেল সুপারৈর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা।ঘটনার তদন্তে মালদহ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র মুর্মুর। যদিও অত্যাচারের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত হোস্টেল সুপার।
advertisement
advertisement
অপরাধ এক সঙ্গে বাথরুমে গিয়েছিল একাধিক ছাত্রী। আর এতেই বেজায় ক্ষিপ্ত হোস্টেল সুপার। এরপর যা ঘটেছে তা নিয়ে প্রতিবাদও হইচই পুরাতন মালদহে। ছাত্রীদের দাবি, সিসিটিভি ক্যামেরা নেই এমন ঘরে আটকে রাখা হয়়় তাদের। এরপর চলে বেধড়ক মারধর। হাত, পা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। অভিযোগ, এর মধ্যে এক ছাত্রীর কানে এমন জোরে চড় মারা হয়, যার ফলে শুনতে সমস্যা হচ্ছে তার। আরও অভিযোগ, অত্যাচারের ঘটনা নিয়ে কোথাও মুখ না খুলতে শাসানো হয় ছাত্রীদের।
advertisement
শুধু তাই নয়, মারধর অত্যাচারের পর দুই তিন দিন কেটে গেলেও চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ। এরই মধ্যে এক ছাত্রী হোস্টেল থেকে বাইরে এসে অভিভাবকদের ভিতরের পরিস্থিতি জানায়। এর পরে ক্ষিপ্ত হয়ে শতাধিক অভিভাবক স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মালদহ থানার পুলিশ। এর পর টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের। অভিযুক্ত হোস্টেল সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়় কর্তৃপক্ষ। যদিও এরপ রেই স্কুলে আসা অনিয়মিত করে ফেলেন অভিযুক্ত হোস্টেল সুপার। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন অভিভাবকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
February 26, 2023 1:26 AM IST