Horrible Road Accident: ভয়ঙ্কর ঘটনা মালদহে! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান, মৃত ৩ শ্রমিক, জখম ৫
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Horrible Road Accident: দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে করে একদল শ্রমিক ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। গাড়িতে ছিল ১২ জন শ্রমিক। পিছনের দিকে ছিল ভারি ঢালাই মেশিন
মালদহ: ভয়ংকর দুর্ঘটনা হরিশ্চন্দ্রপুরে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তিন শ্রমিকের, জখম আরও পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে করে একদল শ্রমিক ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। গাড়িতে ছিল ১২ জন শ্রমিক। পিছনের দিকে ছিল ভারি ঢালাই মেশিন। রাস্তার মাঝে থাকা ব্যারিকেড পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। বাকি আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
advertisement
advertisement
মৃত শ্রমিকরা হলেন, শেখ রিন্টু (৩২), তোফাজুল (৩৪) ও রফিকুল শেখ। তাঁদের বাড়ি পরানপুর পঞ্চায়েতের নামুটোলা গ্রামে। এই দুর্ঘটনায় জখম নবাব আলি বলেন, ব্যারিকেডে ধাক্কা মেরে হঠাৎ গাড়িটি উল্টে যায়। আমার সঙ্গে আরও ১১ জন শ্রমিক ছিল। আমি নিজেই অনেককে উদ্ধার করি। তারপর স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাই।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 8:16 PM IST