Home Decor: দেখতে একেবারে আসলের মত, বাড়ির অনুষ্ঠানে কৃত্রিম অর্কিড দিয়ে ঘর সাজান!

Last Updated:

Home Decor: অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ির অন্দরমহল, কেশসজ্জা থেকে কনের হাতের ফুলের স্তবক দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম ফুলের

+
কৃত্রিম

কৃত্রিম ফুল

উত্তর দিনাজপুর: বাড়ির অনুষ্ঠানে সহজেই আপনার পছন্দের টিউলিপ, লিলি কিংবা অর্কিড দিয়ে ঘর সাজাতে চান। কিন্তু ইচ্ছে থাকলেও সব ফুল হাতের কাছে পাচ্ছেন না? পাওয়া গেলেও দাম যে আকাশ ছোঁয়া? আর তাই বিকল্প হিসেবে কাজ চালাতে পারেন কৃত্রিম টিউলিপ কিংবা কৃত্রিম অর্কিড দিয়ে।
অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ির অন্দরমহল, কেশসজ্জা থেকে কনের হাতের ফুলের স্তবক দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম ফুলের। কী কী উপাদান দিয়ে তৈরি হয় এই ফুল? দাম কত? আসল ফুলের মতই তরতাজা। কিন্তু আসল নয়, কাপড় বা কাগজ দিয়ে তৈরি এই কৃত্রিম ফুলের চাহিদা বাড়ছে দিন দিন।অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ির অন্দরমহল, কেশসজ্জা থেকে কনের হাতের ফুলের স্তবকে কৃত্রিম ফুলের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। সিল্ক, সাটিন, কাগজ, বাঁশ, শোলা, পাট, কাঠ, মোম ইত্যাদি নানা ধরনের উপাদান দিয়ে তৈরি হয় এই কৃত্রিম ফুল।
advertisement
আরও পড়ুন: এলাকা জুড়ে জ্যান্ত দেবদেবীর মেলা! ভিডিওতে দেখুন
আসল না নকল এই ফুল দেখলে বোঝা মুশকিল। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দোকানে দোকানে এখন জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম ফুলের। দাম ৫০ টাকা থেকে শুরু। এই কৃত্রিম ফুলের ব্যবহার কিন্তু হালের ঘটনা নয়। প্রায় ১৫০০ বছর আগেও চিনের রাজ পরিবারের মেয়েরা কেশ সজ্জার জন্য রেশমের কাপড় দিয়ে তৈরি ফুলের ব্যবহার শুরু করেন। সেই সময় রাজপ্রাসাদ সাজানোর জন্য এই কৃত্রিম ফুলের ব্যবহার করা হত। বর্তমানে বিভিন্ন পুজো কিংবা অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করা হচ্ছে এই কৃত্রিম ফুল দিয়ে।
advertisement
advertisement
অবশ্য শুধু অনুষ্ঠান বাড়ির জন্যই নয়, নিজের ঘর, অফিস কিংবা শো রুম সাজানোর জন্য ব্যবহার করতে পারেন নানান রঙের কৃত্রিম ফুল। এক কৃত্রিম ফুল বিক্রেতা জানান, আসল ফুলের মতই তরতাজা দেখতে ও সুন্দর। তাছাড়া বছরের পর বছর থেকে যায়। তাই এই কৃত্রিম ফুলের চাহিদা ঊর্ধ্বমুখী।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Home Decor: দেখতে একেবারে আসলের মত, বাড়ির অনুষ্ঠানে কৃত্রিম অর্কিড দিয়ে ঘর সাজান!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement