Rare Bird: বিশাল ডানা, এলাকায় কেউ কোনওদিন দেখেনি এইরকম পাখি, ও কে এসে বসল চালে

Last Updated:

Himalayan Griffon Vulture: বিরল প্রজাতির এই কোন পাখি উদ্ধার হল তুফানগঞ্জে! চাঞ্চল্য গোটা এলাকায়

শকুন উদ্ধারে ব্যস্ত উদ্ধারকারী
শকুন উদ্ধারে ব্যস্ত উদ্ধারকারী
তুফানগঞ্জ: আচমকাই এক বিরল প্রজাতির শকুন উদ্ধারের ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। তুফানগঞ্জ মহকুমার ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েতের ভুরকুশ এলাকায় এক গ্রামীণ বাড়ির টিনের চালে এসে বসে শকুনটি। মুহূর্তে স্থানীয় উৎসুক মানুষেরা ভিড় জমাতে শুরু করেন ওই বাড়ির সামনে। যদিও শকুনটিকে দেখে অসুস্থ বলেই বোঝা যাচ্ছিল। তাই দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত এসে পৌঁছান এলাকায়। এবং শকুন উদ্ধারের কাজে নামেন।
স্থানীয় এক বাসিন্দা অশোক দাস জানান, ‘‘এদিন দুপুর ২ টা নাগাদ এক বিরল প্রজাতির শকুন উড়ে আসে এলাকায়। শকুনটি এলাকার নেপাল দাস নামে একজনের বাড়ির টিনের চালের ওপর এসে বসে। মুহূর্তের স্থানীয় মানুষেরা ভিড় জমাতে শুরু করেন এলাকায়। তারপর দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের একটি দল আসে শকুনটি উদ্ধার করতে। যদিও শকুনটি দুপুর থেকে এক জায়গায় বসে ছিল উদ্ধার করা পর্যন্ত। তারপর শকুনটি উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।’’
advertisement
advertisement
উদ্ধারকারীদের মধ্যে অর্ধেন্দু বণিক জানান, “এই প্রজাতিটির নাম হিমালয়ান গ্রিফন ভালচার। শকুনটিকে সুস্থ ভাবেই উদ্ধার করা হয়েছে। তারপর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।”
advertisement
কোচবিহার ডিভিশনের সহ-বন অধিকর্তা বিজন কুমার নাথ জানান, “শকুনটি সুস্থ ভাবেই উদ্ধার করা হয়েছে। বর্তমানে শকুনটিকে রাজাভাত খাওয়া শকুন ভালচার কনজারভেশন ও ব্রিডিং সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।” যদিও জেলায় এই ধরনের বিরল প্রজাতির শকুন উদ্ধারের ঘটনায় বেশ অনেকটাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rare Bird: বিশাল ডানা, এলাকায় কেউ কোনওদিন দেখেনি এইরকম পাখি, ও কে এসে বসল চালে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement