Himadri Purokait Missing: কোথায় হিমাদ্রি? দু'দিন পার, দার্জিলিংয়ে বিপর্যয়ের মধ্যে সোনাদা থেকে নিখোঁজ যাদবপুরের ছাত্র, এখনও কোনও খবর নেই!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Himadri Purokait Missing: দার্জিলিংয়ের সোনাদা এলাকায় গিয়েছিলেন হিমাদ্রি। ডিসেম্বর মাসে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নিখোঁজ হওয়ার খবর আসে বাড়িতে৷ এখনও যার কোনও পরিবর্তন হয়নি।
কলকাতা: বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কাজের তাগিদে দার্জিলিংয়ে গিয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের পারুলিয়া কোস্টাল থানার কামারপোলের বাসিন্দা হিমাদ্রি পুরকাইত। নিখোঁজ হওয়ার পর প্রায় দেড় দিন কাটলেও এখনও খোঁজ নেই ২৬ বছরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের।
জানা গিয়েছে, দার্জিলিংয়ের সোনাদা এলাকায় গিয়েছিলেন হিমাদ্রি। ডিসেম্বর মাসে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নিখোঁজ হওয়ার খবর আসে বাড়িতে৷ এখনও যার কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জট কাটল, যাদবপুরে চিরঞ্জীব-কলকাতায় আশুতোষ! বাকি আরও ৭
রবিবার রাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি পর্যবেক্ষক দল হিমাদ্রির পরিবারের সঙ্গে দেখা করেন। মাননীয় সাংসদ নিজেও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ফের কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, হাতে সময় ২ ঘণ্টা! জারি বাজের সতর্কতা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি ৷ কখনও ট্যুর গাইড হিসেবে, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে তিনি বিভিন্ন পাহাড়ি এলাকায় কাজ করতেন। গায়ক হিসেবেও তাঁর সুনাম ছিল। পুজোর আগে গত ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে ভ্রমণকারী দলের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়েছিলেন তিনি।
advertisement
সেখানকার সোনাদা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। বন্ধুদের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগও করেছিলেন । কিন্তু শনিবারের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি।
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 06, 2025 8:24 PM IST








