হিমাচলে গিয়ে প্রাণ হারাল বাংলার ছেলে... শ্বাসপ্রশ্বাসের সমস্যা, তারপরেই মৃত্যু! কাঁদছে গোটা দেশ
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সিমলাতে গিয়ে পোস্টমর্টেম হবে বলে জানা গিয়েছে। অভিযোগ, কোনও সাহায্য করছে না হিমাচলপ্রদেশ সরকার।
সিমলা: বুধবার থেকে হড়পা বানে ভেসেছে হিমাচলপ্রদেশের কিন্নর জেলা। প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল তার আগেই। ৫ তারিখ প্রবল বৃষ্টি হয়েছিল। তাপমাত্রা কমতে থাকে। তার মাঝেই কৈলাস দর্শন করে পার্বতী কুন্ড আসার পথেই মৃত্যু বাংলার ছেলের।
মোট পাঁচজন বন্ধু মিলে পশ্চিমবঙ্গ থেকে কিন্নর কৈশালের উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেছিলেন ১ অগাস্ট। গণেশ পার্ক নামে একটি বেস ক্যাম্প থেকে কৈশালের উদ্দেশে যাত্রা করতে হয়। এর মধ্যে পার্বতী কুন্ড থেকে কৈলাস পর্বত যাত্রা ভীষণ কঠিন যাত্রা পথ। দর্শন করে ফেরার পথে সেখানেই মেঘভাঙা বৃষ্টিতে তাপমাত্রা কমে যায় কাজেই রাজীব কুন্ডু নামে একজনের শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরি হয়। অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তার৷ হিমাচলপ্রদেশ প্রশাসনের গাফিলতির জন্য বন্ধুর মৃত্যু, দাবি শুভ্র সাউয়ের। তাঁর অভিযোগ, হিমাচল পুলিশ মাত্র ১২ জন ছিল। কোনও মেডিক্যাল ক্যাম্প নেই। যদি মেডিক্যাল ক্যাম্প থাকত তাহলে বেঁচে যেত।
advertisement
আরও পড়ুনঃ জামাকাপড়, সোনা-হিরে, লেদার এবার আকাশছোঁয়া…! ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ভারতে দাম বাড়ছে কোন কোন জিনিসের, রইল সম্পূর্ণ তালিকা
সিমলাতে গিয়ে পোস্টমর্টেম হবে বলে জানা গিয়েছে। অভিযোগ, কোনও সাহায্য করছে না হিমাচলপ্রদেশ সরকার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 2:45 PM IST







