রাত ১টা নাগাদ প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরের পাঁচ জেলায়
Last Updated:
দক্ষিণবঙ্গে চরম গরমের পর কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি ৷ নাজেহাল গরমের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেল কলকাতাসহ, গোটা দক্ষিণবঙ্গের মানুষজন ৷ তবে উত্তরের জেলাগুলিতে বর্ষার শুরু থেকেই বৃষ্টি ৷
#কলকাতা: দক্ষিণবঙ্গে চরম গরমের পর কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি ৷ নাজেহাল গরমের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের মানুষজন ৷ তবে উত্তরের জেলাগুলিতে বর্ষার শুরু থেকেই চলছে বৃষ্টি ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ প্রবল বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের পাঁচ জেলায় ৷
পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পঙে ৷
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ আর দুপুর গড়াতেই গরমে নাজেহাল কলকাতার বুকে অঝোরে বৃষ্টি ৷ এক নজরে দেখে নিন বৃহস্পতিবার কলকাতার কোথায়, কত বৃষ্টি হল-
advertisement
মানিকতলা- ২৯ মিমি
তোপসিয়া- ১১ মিমি
পামার বাজার- ২০ মিমি
ঠনঠনিয়া- ১৮.২
বালিগগঞ্জ - ৪০ মিমি
মোমিনপুর- ২৩ মিমি
চেতলা- ১৬ মিমি
যোধপুর পার্ক- ১২ মিমি
কালীঘাট- ৩৫ মিমি
দত্তবাগান- ১৪ মিমি
জিঞ্জিরা বাজার - ২০ মিমি
বেহালা- ২৫.৫
জোকা- ২১.৬ মিমি
(দুপুর ১ অবধি হওয়া বৃষ্টির পরিসংখ্যান)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2018 10:26 PM IST