ফুঁসছে তিস্তা-তোর্সা, ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার গ্রামবাসীরা

Last Updated:

বৃষ্টির জেরে ফুঁসছে জলপাইগুড়ির জলঢাকা, বামনি, জিলান্ডি, ডুডুয়া, কুমলাই নদী। ধূপগুড়ি পুরসভায় একাধিক ওয়ার্ডে কুমলাই নদীর জল ঢুকে পড়ে।

#আলিপুরদুয়ার: একটানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। তিস্তার বাঁধ ভেঙে বিপত্তি। ডুয়ার্সে বৃষ্টি কিছুটা কমলেও ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টি দুশ্চিন্তা বাড়িয়েছে। জল বেড়েছে আলিপুরদুয়ারের রায়ডাক, সংকোশ, তোর্সা, কালজানি নদীতে।
মাদারিহাটের ট্রলিলাইনে দলের তোড়ে তিস্তার বাঁধ ভেঙে যায়। বৃষ্টি কমতেই তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ শুরু করে প্রশাসন।
জলদাপাড়া অভয়ারণ্যেও জল ঢওকার আশঙ্কা। সতর্ক করা হয় উদ্যান কর্তৃপক্ষকে। আলিপুরদুয়ারের পুরসভা এলাকায় জমা জল কিছুটা কমলেও, তোর্সা নদীতে ভাঙন অব্যাহত।
advertisement
বৃষ্টির জেরে ফুঁসছে জলপাইগুড়ির জলঢাকা, বামনি, জিলান্ডি, ডুডুয়া, কুমলাই নদী। ধূপগুড়ি পুরসভায় একাধিক ওয়ার্ডে কুমলাই নদীর জল ঢুকে পড়ে।
advertisement
জলবন্দী প্রায় ২০ টি পরিবারকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়। দুর্যোগের জেরে স্কুলে উপস্থিতির হার কমেছে।
টানা বৃষ্টিতে তোর্সার জল বেড়েছে। জলমগ্ন কোচবিহারের পাটাকুড়া, মধুপুর, টাকাগাছ এলাকা। জল জমেছে কোচবিহার শহরের একাধিক ওয়ার্ডে... শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাহত যান চলাচল...বিপর্যস্ত জনজীবন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফুঁসছে তিস্তা-তোর্সা, ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার গ্রামবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement