Hoop Embroidery for Gift|| জন্মদিন বা বিবাহবার্ষিকী, উপহার হতেই পারে 'হুপ এমব্রয়ডারি', খুলছে নয়া আয়ের পথ

Last Updated:

Handmade-hoop-embroidery may be the new gift item: কাপড়ের উপর সুতো দিয়ে বিভিন্ন কাজ। সেই কাপড়কে স্থায়ী করতে এবং যাতে সুতোর কাজ নিঁখুতভাবে করা যায়, তার জন্য এক হুপের ব্যবহার করা হয়।

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।
#ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জ্যুলজি গ্র্যাজুয়েট। বিএড করছেন শিলিগুড়ি শহরের অদূরে নকশালবাড়ির সঞ্চালী। কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েও তা ছেড়ে আসতে হয় কোভিডের কারণে। এরপর মোটামুটি গৃহবন্দীই। আয়ের বিকল্প এখন 'হুপ এমব্রয়ডারি'। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখেই এই এমব্রয়ডারির কাজ শিখেছেন সঞ্চালী। এরপর ধীরে ধীরে বিভিন্ন অর্ডার আসায় আত্মবিশ্বাসী হয়ে সে খুলেই ফেললেন এক ব্যবসা। কী করেন এই তরুণী? কী এই হুপ এমব্রয়ডারি?
কাপড়ের উপর সুতো দিয়ে বিভিন্ন কাজ। সেই কাপড়কে স্থায়ী করতে এবং যাতে সুতোর কাজ নিঁখুতভাবে করা যায়, তার জন্য এক হুপের ব্যবহার করা হয়। সেই হুপ (hoop) গোলাকার কাঠের তৈরি এক ফ্রেম (frame)। সেই ফ্রেমে আটকেই কাপড়ের উপর বিভিন্ন ধরণের সুতোর কাজ করা হয়। বিবাহবার্ষিকী হোক, কিংবা কারও জন্মদিন। এই হুপ এমব্রয়ডারি (hoop embroidery) নজর কারছে।
advertisement
আরও পড়ুন: বাস্তু শাস্ত্র মেনে 'এই' ৫ উপহার দিন নিজের প্রিয়জনকে, পরিবারে সুখ-সমৃদ্ধির জোয়ার আসবে
দুবছর করোনার চোখ রাঙানি, এর মধ্যে কলকাতার চাকরি ছেড়ে দেয় সঞ্চালী। বছর ২৫-এর সঞ্চালী দাসের বাড়ি শিলিগুড়ির অদূরে নকশালবাড়িতে। জুওলজি অনার্স পাশ করে বর্তমানে বিএড করতে করতেই 'ক্রাফট ও ক্লক' (craft o clock) তৈরি করে সে। বাড়িতে বসে অর্ডার অনুযায়ী 'হুপ-এমব্রয়ডারি' করেন সঞ্চালী। বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, উপহার, সাধ অথবা কারও স্মৃতিতে এই হুপ এমব্রয়ডারি দেওয়া যায়। সঞ্চালীর মনের ইচ্ছে এবং তাঁর কলাকুশলীর ইতিমধ্যেই প্রশংসা করেছেন অনেকেই। শিলিগুড়িতে এই ধরণের এমব্রয়ডারি খুব কম। বিশেষত দিল্লী, মুম্বইয়ের মতো শহরে এর চল বেশি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখেই এই এমব্রয়ডারির কাজ শিখেছেন সঞ্চালী।
advertisement
advertisement
ফেসবুকে পেজ তৈরি করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে ইতিমধ্যেই। সঞ্চালীর কথায়, 'এক বান্ধবীকে উপহারস্বরূপ এটা দিয়েছিলাম। তারপর দেখলাম সকলেই ভালোবাসছেন। আমার মধ্যেও এক আত্মবিশ্বাস কাজ করল। তাই চাকরির অপেক্ষা করতে করতে আয়ের বিকল্প পথ হিসেবে এটাকেই বেছে নিয়েছি।' প্রত্যেকটি হুপের দাম শুরু হচ্ছে ২০০-৩০০ টাকা। এরপর নিজের ইচ্ছে অনুযায়ী সেটার উপর কাজ করাতে পারবেন আপনিও। নতুন এই ভাবনাকে সঙ্গী করেই সঞ্চালীর পথচলা মসৃণ হোক, এই কামনাই করছেন ওঁর প্রিয়জনরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hoop Embroidery for Gift|| জন্মদিন বা বিবাহবার্ষিকী, উপহার হতেই পারে 'হুপ এমব্রয়ডারি', খুলছে নয়া আয়ের পথ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement