Jalpaiguri News: গরুমারার জঙ্গলে সাতপাকে বাঁধা! বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি...তাই প্রকৃতির মাঝেই একসাথে থাকার অঙ্গীকার

Last Updated:

সাম্প্রতিক ভয়াবহ বন্যা রামসাই অঞ্চলের বহু পরিবারকেই গৃহহীন করেছে। আশিক ও বারখার বাড়িও সেই ক্ষতিগ্রস্তদের তালিকায়। নিজের গ্রামে বিয়ের আয়োজন অসম্ভব হয়ে পড়ায় তাঁরা সিদ্ধান্ত নেন প্রকৃতির মাঝেই, মহাকালের আশীর্বাদে সম্পন্ন হবে তাঁদের শুভ বিবাহ।

+
জাতীয়

জাতীয় উদ্যানে বিয়ে

জলপাইগুড়ি, সুরজিৎ দে: সাক্ষী থাকুক শাল, অশ্বত্থ বটের পেয়াদারা,সাক্ষী থাকুক বাদুর-ময়ূর উলুধ্বনির খেলা… হ্যাঁ,এক্কেবারে সিনেমার দৃশ্যের মতোই শেষ থেকে শুরুর গল্প বুনছে আশিক-বারখা! বন্যার মাঝেও এ যেন ভালোবাসার জয়গান গরুমারার মহাকালে! সবুজে মোড়া গরুমারা জাতীয় উদ্যানের মহাকাল মন্দির সাক্ষী রইল এক অনন্য প্রেমকাহিনির। গরুমারার জঙ্গলে সাতপাকে বাঁধা আশিক ও বারখা। প্রকৃতির কোলে, গাছপালায় ঘেরা মন্দির প্রাঙ্গণে সাতপাকে বাঁধা পড়লেন রামসাই এলাকার আশিক মুন্ডা ও বারখা মুন্ডা।
সাম্প্রতিক ভয়াবহ বন্যা রামসাই অঞ্চলের বহু পরিবারকেই গৃহহীন করেছে। আশিক ও বারখার বাড়িও সেই ক্ষতিগ্রস্তদের তালিকায়। নিজের গ্রামে বিয়ের আয়োজন অসম্ভব হয়ে পড়ায় তাঁরা সিদ্ধান্ত নেন প্রকৃতির মাঝেই, মহাকালের আশীর্বাদে সম্পন্ন হবে তাঁদের শুভ বিবাহ। বন্যার দুঃসময়ের মধ্যেও জীবনের প্রতি এই আশাবাদী পদক্ষেপ যেন গোটা এলাকায় এক নতুন বার্তা দিল ,সবকিছু ভেসে গেলেও ভালোবাসা ভেসে যায় না।
advertisement
advertisement
মহাকাল মন্দিরের পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় বিয়ের আনুষ্ঠান। মাটির গন্ধে ভরা বাতাসে প্রতিধ্বনিত হয় শাঁখধ্বনি, গানের সুরে মিশে যায় জঙ্গলের পাখিদের ডাক। সিঁদুর দান, মালাবদল, আশীর্বাদ-সবই সম্পন্ন হয় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, বনকর্মীদের উপস্থিতিতে। সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গণ রঙিন আলোয় ভরে ওঠে, অতিথিদের মুখে হাসির ঝলক।
advertisement
আশিক বলেন, “আমরা হার মানিনি। বন্যা আমাদের বাড়ি কেড়ে নিয়েছে, কিন্তু ভালোবাসা কেড়ে নিতে পারেনি।” বারখার চোখে তখন সুখের অশ্রু, “জীবনের প্রতিটি লড়াইতে আমরা একসঙ্গে থাকব।” গরুমারার জঙ্গলে এই বিয়ে দুটি মানুষের বন্ধনের সাক্ষী তো বটেই, বরং প্রকৃতির মাঝে নতুন জীবনের এক প্রতীকও বটে! বন্যা হয়তো ক্ষতি করেছে অনেক, কিন্তু এই নবদম্পতি বুঝিয়ে দিল প্রকৃতি যতই পরীক্ষা নিক, ভালোবাসা তার উত্তর খুঁজে নেয় নিজের পথেই!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: গরুমারার জঙ্গলে সাতপাকে বাঁধা! বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি...তাই প্রকৃতির মাঝেই একসাথে থাকার অঙ্গীকার
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement