Darjeeling News: পাহাড়ে কর্মসংস্থানের লক্ষ্যে 'ঘর ঘর স্বনির্ভর' প্রকল্প জিটিএর

Last Updated:

বেকারত্ব পাহাড়ের একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে বের হওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন ঘর ঘর স্বনির্ভর’ নামে প্রকল্প নিয়ে এল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।

পাহাড়ে কর্মসংস্থানের লক্ষ্যে "ঘর ঘর স্বনির্ভর" প্রকল্প জিটিএর
পাহাড়ে কর্মসংস্থানের লক্ষ্যে "ঘর ঘর স্বনির্ভর" প্রকল্প জিটিএর
দার্জিলিং: পাহাড়ের বহু ছেলেমেয়েকে স্থানীয়ভাবে কর্মসংস্থান না হওয়ায় রোজগারের জন্য অন্যত্র যেতে হয়। বেকারত্ব পাহাড়ের একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে বের হওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন প্রকল্প নিয়ে এল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। রবিবার ‘ঘর ঘর স্বনির্ভর’ নামে এই নতুন প্রকল্পের উদ্বোধন করেন জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনীত থাপা।
উদ্বোধনের পর অনীত থাপা বলেন, “বিভিন্ন দফতরের মাধ্যমে পাহাড়ের মানুষকে স্বনির্ভরতার জন্য সহায়তা করা হবে। আর্থিক হোক বা প্রযুক্তিগত, এখন থেকে জিটিএ'র সহযোগিতা নিতে পারবেন পাহাড়বাসী। এজন্য মানুষকে যাতে একাধিক দফতরে ছোটাছুটি না করতে হয় সেই জন্য এদিন ভানু ভবনে একটি কোঅর্ডিনেটরের অফিস তৈরি করা হয়েছে। সেখানেই জিটিএ'র জনসংযোগ আধিকারিক এসপি শর্মাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।'
advertisement
সমগ্র দেশ জুড়েই বেকারত্ব একটা সমস্যা। পাহাড়ের সমস্যার চিত্রটা আরও ভয়াবহ। কিন্তু এখানে পর্যটন ছাড়া অন্য কোনও শিল্প সেভাবে না থাকায় মানুষের সমস্যা বেশি হয়। অথচ দীর্ঘদিন ধরেই পাহাড়ে তথ্যপ্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, উদ্যানপালন সহ অন্যান্য বহু প্রকল্পে কর্মসংস্থানের কথা বলা হয়েছে। অথচ কাজ কিছুই হয়নি। পাহাড়ে শিল্প টানতে হিল বিজনেস সামিটের আয়োজন করেছিল জিটিএ। সেই শিল্প সম্মেলনের পরও পাহাড়ের দুটি টি টুরিজ্যম প্রকল্প ছাড়া আর কিছুই হয়নি।
advertisement
advertisement
এই অবস্থায় পাহাড়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা নিয়ে যথেষ্টই চাপে রয়েছে জিটিএ বোর্ড। তাই স্বনির্ভরতার লক্ষে জি টি এর উদ্যোগে "ঘরঘর স্বনির্ভর" প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উদ্যানপালন, কৃষি, প্রাণিসম্পদ বিকাশ, ক্ষুদ্র ও কুটির শিল্প, পর্যটন , সামাজিক বনসৃজন, স্বনির্ভরতা ও স্বনিযুক্ত সহ বিভিন্ন দফতরের মাধ্যমে মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, এখন থেকে জিটিএর এই নয়া প্রকল্পের প্রতিনিধিরা শহরাঞ্চলের বাইরে বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের দরজায় দরজায় পৌঁছে স্বনির্ভরতার উদ্যোগ নেবেন।
advertisement
ANIRBAN ROY
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: পাহাড়ে কর্মসংস্থানের লক্ষ্যে 'ঘর ঘর স্বনির্ভর' প্রকল্প জিটিএর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement