সচিব পদ থেকে সরলেন দার্জিলিংয়ের জেলাশাসক, পূর্ণ সময়ের প্রধান সচিব পেল জিটিএ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এই দফতরেরই দায়িত্বে ছিলেন বিপি গোপালিকা। মুখ্য সচিব হওয়ার জন্য এই দফতরের সচিব পদ শূন্য হয়েছিল।
জিটিএ-এর সচিব পদ থেকে সরানো হল দার্জিলিংয়ের জেলাশাসককে। স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব পদে থাকা সৌম্য পুরকায়স্থকে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হল।
পাশাপশি রাজ্যের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের সচিব হলেন জগদীশপ্রসাদ মিনা। এই দফতরেরই দায়িত্বে ছিলেন বিপি গোপালিকা। মুখ্য সচিব হওয়ার জন্য এই দফতরের সচিব পদ শূন্য হয়েছিল। সেই পদেই নিয়োগ করা হলো সচিব হিসেবে জগদীশপ্রসাদ মিনাকে।
advertisement
advertisement
পূর্ণ সময়ের প্রধান সচিব পেল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। জিটিএর কাজকর্মের জন্য প্রধান সচিব পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দার্জিলিংয়ের জেলাশাসকদেরই অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান সচিবের পদে বসানো হচ্ছিল। একসময় এস পন্নমবলম জেলাশাসক থাকাকালীন এই দায়িত্ব সামলেছেন, পরে দার্জিলিংয়ের বর্তমান জেলাশাসক প্রীতি গোয়েলকে এই দায়িত্ব দেওয়া হয়। এবার পূর্ণ সময়ের জন্য এই পদে কাউকে দায়িত্ব দেওয়া হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2024 11:05 PM IST










