South Dinajpur News: লাফিয়ে লাফিয়ে বাড়বে কর্মসংস্থান, ঘোষণার ৪ বছর পর শিল্প পার্ক হচ্ছে এই জেলায়

Last Updated:

বাস্তবায়িত হতে চলেছে পূর্ব ঘোষিত শিল্প পার্ক

+
তৈরি

তৈরি হচ্ছে শিল্প পার্ক

দক্ষিণ দিনাজপুর: শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুর জেলাতে শিল্প পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। গত বিধানসভা নির্বাচনের আগে ওই জমিতে শিল্পের ঘোষণা হয়েছিল। এরপর কেটে গিয়েছে কয়েকবছর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২০২৪ সালে ওই জমিতে শিল্পের পরিকাঠামোর জন্য টেন্ডার করা হয়। বালুরঘাট শহর লাগোয়া পশ্চিম রায়নগরে প্রায় ছয় একর জমিতে এই কাজ শুরু করেছে প্রশাসন। ৮ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয় করে আপাতত ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পরিকাঠামগত কাজ শুরু করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরেই ওই জমি খালি পড়েছিল। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলায় শিল্প পার্ক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু করল প্রশাসন। এদিকে শিল্প হলে এলাকায় কর্মসংস্থান হবে। তাই খুশির হাওয়া জেলাজুড়ে।
দক্ষিণ দিনাজপুর জেলায় কোন শিল্প নেই। নেই কোন কর্মসংস্থানের সুযোগও। এই জেলার ছেলেমেয়েরা শিল্পক্ষেত্রে বা অন্য কোন বিভাগে কাজের জন্য ভিন জেলায় বা রাজ্যে পাড়ি দেয়। দীর্ঘদিন ধরে জেলায় শিল্প স্থাপণের দাবি জানালেও কোন লাভ হয়নি। বামেদের আমলেও বালুরঘাটের রায়নগরে ওই শিল্পপার্ক স্থাপণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার বিধানসভা ভোটের আগে সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মত এবার শিল্পপার্কের কাজের সূচনা হল। এলাকা থেকে বহু মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এবারে নিজের জায়গায় কাজ পেলে আর বাইরে যেতে হবে না। আশা বাস্তবায়িত হচ্ছে। এই কাজ হলে এলাকায় অনেক কর্মসংস্থান হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার স্বপন কুমার প্রামাণিক জানান, “প্রায় ছয় একর জমিতে এই ইন্ড্রাসট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাচীর ও অন্যান্য পরিকাঠামোগত কাজ শুরু হয়ে গিয়েছে। আপাতত ওই কাজের জন্য ৮ কোটি ৩৬ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে। এই কাজ হয়ে গেলে জেলায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
advertisement
জেলা শিল্প কেন্দ্রের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে পশ্চিম রায়নগরে জমি দেখেছিল প্রশাসন। ওই এলাকায় ইন্ড্রাসটিয়াল গ্রোথ সেন্টারের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ওই জমিতে ১৩ কোটি ৩০ লক্ষ টাকার কাজের ডিপিআর তৈরি হয়। আপাতত ওই জমিতে পরিকাঠামো উন্নয়নের জন্য ৮ কোটি ৩৬ লক্ষ ৩৭ হাজার টাকার কাজ করা হচ্ছে। মূলত ক্ষুদ্র ও কুঠির শিল্প গড়ে তোলা হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় পাটের চাষাবাদ বেশি। তাই পাটজাত শিল্প কিংবা অন্যান্য শিল্প গড়ে তোলা হবে। এবারে জেলায় শিল্প নিয়ে আশাবাদী সব মহল।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: লাফিয়ে লাফিয়ে বাড়বে কর্মসংস্থান, ঘোষণার ৪ বছর পর শিল্প পার্ক হচ্ছে এই জেলায়
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement