গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুনর্মূল্যায়নে ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ !

Last Updated:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুনর্মূল্যায়নে ঢালাও নম্বর দেওয়া হয়েছে বলে খবর !

#মালদা: ৪৬ ঘণ্টার পর অবশেষে ঘেরাওমুক্ত হয়েছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নম্বর বৃদ্ধির দাবিতে শুক্রবার দুপুর থেকে আটকে থাকার পর তৃণমূল জেলা নেতৃত্বের মধ্যস্থতায় মিলেছিল সমাধানসূত্র। উপাচার্য গোপালচন্দ্র মিশ্র জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখা হবে। এই আশ্বাস পাওয়ার পরেই রবিবার আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুনর্মূল্যায়নে ঢালাও নম্বর দেওয়া হয়েছে বলে খবর !
বাংলা বিভাগের সব পড়ুয়ার নম্বর বৃদ্ধি হয়েছে ৷ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন মোট ২২৪ জন ৷ পরীক্ষার্থীদের ৪ থেকে ২২ পর্যন্ত নম্বর বৃদ্ধি হয়েছে ৷ আন্দোলনের পর এই ‘অবিশ্বাস্য’ নম্বর বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে ৷
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পুনর্মূল্যায়নে ঢালাও নম্বর দেওয়ার পিছনে কিছু অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের সম্ভাবনা রয়েছে ৷ এর জন্য শোকজ করা হতে পারে একাধিক অধ্যাপককে ৷
advertisement
advertisement
গত ২৫ জানুয়ারি স্নাতকোত্তরের সেকেন্ড সেমিস্টারের ফল প্রকাশ হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বাংলা বিভাগের পড়ুয়ারা অভিযোগ করেন, বেশিরভাগ পরীক্ষার্থীকে গড়ে নম্বর দেওয়া হয়েছে। প্রতিবাদে ২৮ জানুয়ারি রাতভর কন্ট্রোলারকে ঘেরাও করেন পডৃ়য়ারা। তাঁদের দাবি মেনে বিনামূল্যে খাতা রিভিউয়ের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। তবে, রিভিউয়ে নম্বর বাড়ার সঙ্গে কমতেও পারে, এই সম্ভাবনার কথা জানতে পেরে নতুন করে আন্দোলনে নামে পড়ুয়ারা। যার জেরেই ক্যাম্পাসে এই বিক্ষোভ-ঘেরাও কর্মসূচি হয় ৷ শেষপর্যন্ত সবাইকে নম্বর বাড়িয়েও অস্বস্তিতে পড়েছেন অধ্যাপকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুনর্মূল্যায়নে ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement