ইসলামপুর- বাইক থেকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে পা কাটা পড়ল কিশোরীর৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গাইসাল ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। জখম ওই কিশোরীর নাম শবনম, বয়স আনুমানিক (১৭)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ইসলামপুর থানার গাইসাল এলাকায় বাইক থেকে পড়ে যান তিনি৷ এরপর লরির চাকায়পিষ্ট হয়ে একটি পা কেটে পড়ে ওই কিশোরীর। তাঁকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।
চঞ্চল মোদক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Islampur