Free Biopsy Test: এই জেলায় বিনামূল্যে বায়োপ্সি টেস্টের সুযোগ

Last Updated:

Free Biopsy Test: বালুরঘাট হাসপাতালে শুরু হতে চলেছে বিনামূল্যে বায়োপ্সি টেস্ট। যা এতদিন দক্ষিণ দিনাজপুর জেলায় পাওয়া যেত না

+
জেলা

জেলা হাসপাতালে দুরারোগ্য চিকিৎসার ক্ষেত্রে বায়োপ্সি পরীক্ষা হবে বিনামূল্যে 

দক্ষিণ দিনাজপুর: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও আর চিন্তা নেই। এবার জেলাতেই মুশকিল আসান। আধুনিক চিকিৎসার সমস্ত বন্দোবস্ত ও পরিকাঠামো তৈরি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। জেলা স্বাস্থ্য দফতর থেকে জানা গিয়েছে, চলতি মাস থেকেই বিনামূল্যে বায়োপ্সি পরীক্ষা হবে জেলায়।
ইনটেনসিভ কেয়ার ইউনিট, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা নবজাতক শিশুদের জন্য এসএনসিইউ এগুলি আগেই তৈরি হয়েছে। সেই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন জেলার মানুষ। এবার আর‌ও একধাপ এগিয়ে বালুরঘাট হাসপাতালে শুরু হতে চলেছে বিনামূল্যে বায়োপ্সি টেস্ট। যা এতদিন দক্ষিণ দিনাজপুর জেলায় পাওয়া যেত না। বায়োপ্সি পরীক্ষা জেলায় শুরু হলে তা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে জেলাতে বড় পদক্ষেপ হবে বলে চিকিৎসক মহলের ধারণা।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানিয়েছেন, আগে মালদহ, শিলিগুড়ি অথবা কলকাতা থেকে বায়োপ্সি রিপোর্ট আনতে হত। যা ছিল সময় সাপেক্ষ এবং অত্যন্ত খরচ সাপেক্ষ। এখন থেকে এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে জেলাতেই পাওয়া যাবে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন ১০ তলা ভবনের অষ্টম তলায় এই বায়োপ্সি পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এবার শুধু শুরু করার অপেক্ষা। এর আগেই জেলা হাসপাতালে এমআরআই পরিষেবা চালু হয়েছে পিপিপি মডেলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Free Biopsy Test: এই জেলায় বিনামূল্যে বায়োপ্সি টেস্টের সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement