লোন লুকিয়ে ৫৬ লক্ষে মহিলা চিকিৎসককে জমি বিক্রি! অবাক প্রতারণা ইসলামপুরে

Last Updated:

অসাধু জমি বিক্রেতা সুমনেত্র গুপ্তার বিষয়ে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, তিনি পরিচিত অপরাধী। অতীতে একাধিক ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে হাজতবাস করেছেন। এমনকি তিহার জেলে পর্যন্ত বেশ কিছুদিন ছিলেন

জমি বিক্রির প্রতারক গ্রেফতার
জমি বিক্রির প্রতারক গ্রেফতার
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: নিজেরই জমির জাল নথি বানিয়ে বিক্রি। ওরে ফাঁশ হলেও টাকা ফেরত দিতে চাননি ইসলামপুরের সুমেনত্র গুপ্তা। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলে যেতে হল ওই অসাধু জমি বিক্রেতাকে।
এই ঘটনার পর অসাধু জমি বিক্রেতা সুমনেত্র গুপ্তার বিষয়ে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, তিনি পরিচিত অপরাধী। অতীতে একাধিক ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে হাজতবাস করেছেন। এমনকি তিহার জেলে পর্যন্ত বেশ কিছুদিন ছিলেন। তবে ইসলামপুরে তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন তা আরও বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আর‌ও পড়ুন: জাল টানতেই ১০ ফুটের বিশাল সাপ বেরিয়ে এল!
গুয়াহাটির বাসিন্দা চিকিৎসক নাগমা খানকে ৫৬ লক্ষ টাকায় ইসলামপুরের কলেজ মোড়ের কাছে অবস্থিত একটি জমি তিনি বিক্রি করেছিলেন। ওই জমির মালিক সুমনেত্র গুপ্তা নিজেই। কিন্তু সেই জমি যে ব্যাঙ্কে বন্ধক রেখে লোন নেওয়া আছে। সেই বিষয়টি ওই চিকিৎসকের কাছ থেকে লুকিয়ে যান। এদিকে পরবর্তীতে জমি কেনার পর বিপাকে পড়েন ওই মহিলা চিকিৎসক। তিনি জানতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই তিনি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতারণা করে জমি বিক্রির অভিযোগ এনে মামলা করেন নাগমা খান। সেই মামলাতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে ইসলামপুর পুলিশ অভিযুক্ত সুমনেত্র গুপ্তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে ইসলামপুর মহকুম আদালতের তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লোন লুকিয়ে ৫৬ লক্ষে মহিলা চিকিৎসককে জমি বিক্রি! অবাক প্রতারণা ইসলামপুরে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement