West Bengal news: ডাক এলে আবারও দেশের হয়ে লড়তে চান ভারতের প্রাক্তন জওয়ান, কী বললেন তিনি?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
West Bengal news: যদি আজই ডাক আসে, দেশের জন্য অস্ত্র তুলে নিতে এক মুহূর্তও ভাববেন না তিনি। জলপাইগুড়ির এই প্রাক্তন সেনা কর্মী এক সময় কাশ্মীর সীমান্তে দাঁড়িয়ে সজাগ প্রহরায় ছিলেন।
জলপাইগুড়ি: যদি আজই ডাক আসে, দেশের জন্য অস্ত্র তুলে নিতে এক মুহূর্তও ভাববেন না তিনি। জলপাইগুড়ির এই প্রাক্তন সেনা কর্মী এক সময় কাশ্মীর সীমান্তে দাঁড়িয়ে সজাগ প্রহরায় ছিলেন। ২০০০ থেকে ২০০৪— চার বছর ধরে কাশ্মীরের কঠিন পরিবেশে, সীমান্তে দেশের জন্য লড়েছেন তিনি। পরে দেশের নানা প্রান্তে পোস্টিং— প্রতিটি জায়গায় একটাই লক্ষ্য ছিল, দেশের সুরক্ষা। বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তা নিয়ে এই প্রাক্তন সেনা স্পষ্ট বললেন, “ভারত এখন অনেক বেশি প্রস্তুত। অস্ত্রশস্ত্র, কৌশল, মনোবল— সব দিক থেকেই আমরা দ্বিগুণ শক্তিশালী।”
সম্প্রতি কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বললেন, “জঙ্গিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ সাধারণ মানুষের উপর হামলা চালানোর সাহস না পায়।” তাঁর গলায় স্পষ্ট, একবার ইউনিফর্ম পরলে, দেশের প্রতি দায়িত্ব কখনও ফুরোয় না।
advertisement
advertisement
আজও দেশের প্রতি সেই টান, সেই দায়বদ্ধতা অটুট। বললেন, “যুদ্ধ চাই না, কিন্তু যদি আসে, পিছিয়ে যাওয়ার মানুষ নই আমি। দেশ আগে।” তাঁর কথায় এই প্রাক্তন সৈনিকের মতো হাজারো ভারতীয় সেনা প্রতিনিয়ত সীমান্তে থেকে দেশকে রক্ষা করছেন। তাঁরা শুধু বন্দুকধারী নন, ওরা এক একটা জীবন্ত প্রতিজ্ঞা— দেশ আগে, সব পরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 12:00 PM IST
