Folk Art Puppet Dance: কথায় পড়েনি ইতি, বাংলার শিকড়ের কাছাকাছা থাকা পুতুলনাচ দেখতে ফের জমল ভিড়

Last Updated:

Folk Art Puppet Dance: পুরনো প্রজন্মের গুটি কয়েক লোকেরাই বাঁচিয়ে রেখেছেন এই লোকসংস্কৃতিকে। এই মেলায় অংশ নেন নদিয়ার পুতুল নাচের ১০ জনের শিল্পী দল

+
পুতুল

পুতুল নাচ 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: গ্রামবাংলার ঐতিহ্য বিলুপ্তপ্রায় পুতুলনাচের দেখা মিলল উত্তর দিনাজপুর জেলায় । শীত নামতেই ঐতিহ্যের লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে পুতুল নাচের আয়োজন করেছে বেশ কিছু উদ্যোক্তারা । এক সময় গ্রামে দেখা মিলত বিনোদনের প্রধান আসর পুতুলনাচ। কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে বাঙালির এককালের বিনোদনের প্রধান অনুষঙ্গ পুতুল নাচ। তবে হারিয়ে যাওয়া পুতুলনাচের আবারও দেখা মিলছে শহর অঞ্চলে।মুঠো ফোন ছেড়ে পুতুলনাচ দেখতে উৎসাহ চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলায় । নদিয়া থেকে আসা এই পুতুলনাচ দেখতে ভিড় আট থেকে আশির । অভাবের তাড়নায় নতুন প্রজন্মও মুখ ফিরিয়েছে এই শিল্পকলা থেকে। ফলে, পুরনো প্রজন্মের গুটি কয়েক লোকেরাই বাঁচিয়ে রেখেছেন এই লোকসংস্কৃতিকে। এই মেলায় অংশ নেন নদিয়ার পুতুলনাচের ১০ জনের শিল্পী দল।
আরও পড়ুন : বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অনলাইনে পরিষেবা দেবেন দুই বাঙালি ডাক্তার
পুতুলনাচ শিল্পী শান্তি বর্মন জানান, আগামী প্রজন্মের কাছে পুতুলনাচের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পালাগান করে যাচ্ছি। এছাড়াও গ্রামেগঞ্জে এখনও কিছু শিল্পানুরাগী মানুষ আছেন, যাঁরা বাংলার প্রাচীন লোকশিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান।’ তাই পুতুল নাচ এখনও অস্তিত্ব জানান দিতে পারছে বলে শান্তি সরকার দাবি করেন। সরকারি কোনও সহযোগিতা কি পান? এর উত্তরে শান্তি সরকার জানান, আগে কিছুই মিলত না। এখন পুতুলনাচের শিল্পী হিসাবে মাসে ১ হাজার টাকা সাম্মানিক মিলছে। তবে বর্তমানে শহরাঞ্চলে এই পুতুল নাচ দেখতে সাধারণ মানুষের উৎসাহ দেখে আগামি দিনে ফের এই পুতুলনাচ ফিরে আসবে বলে আশা রাখছেন শিল্পীরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Folk Art Puppet Dance: কথায় পড়েনি ইতি, বাংলার শিকড়ের কাছাকাছা থাকা পুতুলনাচ দেখতে ফের জমল ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement