corona virus btn
corona virus btn
Loading

পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে, ত্রাণ না পেয়ে বাড়ছে ক্ষোভ

পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে, ত্রাণ না পেয়ে বাড়ছে ক্ষোভ
  • Share this:

#আলিপুরদুয়ার: অবিরাম বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। জলমগ্ন জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। প্রশাসনের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। জলপাইগুড়ির করলা নদীর জল বাড়ছে।

দীর্ঘদিনের সমস্যা মেটাতে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। এক সুর স্থানীয় জনপ্রতিনিধিদেরও।

ভিটেমাটি ছেড়ে অনেকেই উঠে এসেছেন রাস্তায়। মাথার উপর বাঁধা একটুকরো প্লাস্টিকই তাঁদের ভরসা। তার নীচেই চলছে রান্নাবান্না, খাওয়া-দাওয়া। অভিযোগ, বাসিন্দাদের এমন দুর্দিনেও উদাসীন প্রশাসন।

ধূপগুড়িতেও একই ছবি। পুর এলাকার অধিকাংশ ওয়ার্ডেই ঢুকে পড়েছে ডুডুয়া নদীর জল। অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে বারোঘড়িয়ায় পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশও।

First published: July 15, 2019, 2:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर