Fake Birth-Death Certificate: সরকারি নথি জাল করে বিক্রি! ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র কাণ্ডে বড় সাফল্য পুলিশের, গ্রেফতার আরও ৫
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Fake Birth-Death Certificate: ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র তৈরির মামলায় ধৃত দুই অভিযুক্তকে জেরা করেই মেলে নতুন সূত্র। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ডিডি-র দল অভিযান চালায় এবং আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির কেলেঙ্কারিতে ফের উত্তাল শিলিগুড়ি। বুধবার ভোরে প্রধাননগর ও চাঁদমনি এলাকায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি) বিশেষ অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের নামে ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র তৈরির মামলায় ধৃত দুই অভিযুক্তকে জেরা করেই মেলে নতুন সূত্র। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ডিডি-র দল অভিযান চালায়।
প্রথমে চাঁদমনি মন্দির সংলগ্ন রাস্তায় রাধেশ্যাম প্রসাদ ও দীপক কুমার শাহ নামে দু’জন ধরা পড়েন। পুলিশের দাবি, ওই দু’জন স্কুটি করে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ৫টি জাল জন্ম শংসাপত্র ও মোবাইল ফোনে সংরক্ষিত একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়।
আরও পড়ুনঃ ‘তখন আমার দলে কোনও মেয়ে খেলোয়াড় ছিল না, রিচা একা ছেলেদের সঙ্গে অনুশীলন করত’ প্রথম কোচের অকপট বয়ান
তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও তিনটি নাম- মহেশ শাহ, সুজিত রংদার ও রাজীব ছেত্রী। পরে প্রধাননগর এলাকা ঘিরে ফেলে তাঁদেরও গ্রেফতার করা হয়। সেখান থেকেও উদ্ধার হয়েছে ৬টি নকল শংসাপত্র ও বেশ কিছু সরকারি নথির কপি।
advertisement
advertisement
ডিডি-র এক আধিকারিক বলেন, “প্রধাননগর ও চাঁদমনিতে গড়ে ওঠা এই চক্রটি সরকারি নথি জাল করে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্রি করত। টাকার বিনিময়ে জন্ম বা মৃত্যু শংসাপত্র হাতের নাগালে পাওয়া যেত।” তদন্তে অনুমান, এই চক্রের মূল সূত্র বাগডোগরার লালন কুমার ওঝার দিকেই। তাঁকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে রয়েছে ভুয়ো নথি তৈরি, সরকারি প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Nov 05, 2025 3:56 PM IST










