Fire Crackers: আতসবাজির বিরাট বাজার জেলার মাঠে! মিলছে নানা বাজি, রইল বিস্তারিত

Last Updated:

Fire crackers: এক ছাতার তলায় সমস্ত দোকান। ঘুরে ঘুরে আপনাকে বাজি কিনতে হবেনা। জেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে মেলার আকারে বসানো হচ্ছে বিশাল বাজি বাজার। যেখানে ৫০টিরও বেশি দোকান বসেছে।

+
বাজির

বাজির দোকান

মালদহ: এক ছাতার তলায় সমস্ত দোকান। ঘুরে ঘুরে আপনাকে বাজি কিনতে হবেনা। জেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে মেলার আকারে বসানো হচ্ছে বিশাল বাজি বাজার। যেখানে ৫০টিরও বেশি দোকান বসেছে।
শহরের স্থায়ী দোকানে মিলবে না কোনও বাজি। বাজি কিনতে হলে আপনাকে আসতেই হবে অস্থায়ী এই বাজি বাজারে। আসন্ন কালীপুজো ও ছট পুজো উপলক্ষে মালদহ শহরের এক প্রান্তে ফার্মের মাঠে বসানো হয়েছে এই বাজির বাজার। নিরাপত্তার জন্য গত দুই বছর ধরে শহরের বাইরে বাজি বাজার বসানো হচ্ছে। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বাজির বাজারের আয়োজন করা হয়েছে। মালদহ বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক সাহা বলেন, “এক জায়গায় সমস্ত দোকান বসায় আমাদের সুবিধে হচ্ছে। ক্রেতাদেরও অনেক সুবিধা হবে। সাধারণ মানুষকে বলব আপনারা বাজির বাজারে আসুন, এখান থেকেই বাজি কিনুন। কোনও রকম শব্দবাজি এখানে বিক্রি হচ্ছে না”।
advertisement
advertisement
২৪ নভেম্বর অনুষ্ঠানিক ভাবে এই অস্থায়ী বাজি বাজারে উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র মালদহ শহরে নয়, জেলার আরও পাঁচটি ব্লকের সদরে বাজির বাজার বসানো হয়েছে। নিরাপত্তার জন্য প্রশাসনের এমন উদ্যোগ। নির্দিষ্ট জায়গায় অস্থায়ী বাজী বাজার বসানোয় নজরদারি করতে প্রশাসনের ও সুবিধা হচ্ছে। মালদহ মারছেন চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, “মালদহ জেলা প্রশাসন ও মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে শহরের বাইরে বাজি বাজার বসানো হয়েছে। প্রশাসন আমাদের সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তার জন্য এমন উদ্যোগ। মালদহ শহর ছাড়াও অন্যান্য ব্লকেও বাজি বাজার বসানো হয়েছে”।
advertisement
বাজারগুলিতে দুর্ঘটনা এড়াতে মোতায়েন থাকছে দমকল বাহিনী, সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। শহরের মাধবনগর এলাকায় ফার্মের মাঠের একাংশে বাজি বাজার বসানো হয়েছে। মালদহের প্রায় সমস্ত বাজি ব্যবসায়ীরা এখানে পাইকারি ও খুচরো মূল্যে দোকান বসিয়েছেন। বাজারে বাজারে প্রায় ৫০টি স্টল রয়েছে। বাজারে আগ্নি নির্বাপণ ব্যবস্থা থেকে সমস্ত রকম সুযোগ-সুবিধা করা হয়েছে এই বাজারে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire Crackers: আতসবাজির বিরাট বাজার জেলার মাঠে! মিলছে নানা বাজি, রইল বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement