Fire Accident: দমকল আসতে দেরি হচ্ছে! হঠাৎই আগুন লেগে গেলে নেভাবেন কীভাবে, প্রশিক্ষণ দেওয়া হল সিকিউরিটি কর্মীদের

Last Updated:

Fire Accident: প্রশিক্ষণ দেওয়া হল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল চত্বরগুলিতে। আচমকা হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে কিংবা অন্যত্র আগুন লাগার ঘটনা ঘটলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে?

+
অগ্নি

অগ্নি নির্বাপণ

উত্তর দিনাজপুর: কোথাও আগুন লাগলে যেমন দমকল বাহিনীর কর্মীরা দ্রুত গিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন। কিন্তু সর্বদা সময় মতো ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব হয় না। দমকল বাহিনীর কর্মীদের অনুপস্থিতিতেও যাতে আগুন নেভানোর কাজ করতে পারে তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল।
অগ্নিকাণ্ডের ঘটনাকে ভয় না পেয়ে তার হাত থেকে কীভাবে প্রাথমিকভাবে বাঁচতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কীভাবে মোকাবিলা করতে হবে এই সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল চত্বরগুলিতে। আচমকা হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে কিংবা অন্যত্র আগুন লাগার ঘটনা ঘটলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে?
advertisement
advertisement
কোনও উপায়ে রোগী বা অন্য মানুষের প্রাণ বাঁচাতে হবে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন দমকল বাহিনীর সদস্যরা। দমকল বাহিনীর সিনিয়ার এক্সিকিউটিভ সুব্রত ঘোষ বলেন, ”হাসপাতাল কিংবা অন্যান্য জরুরি পরিষেবায় আগুন লেগে গেলে সাধারণ মানুষকে দমকলের কর্মীদের উপর ভরসা না করে কর্মরত সিকিউরিটিরা কীভাবে আগেই আগুন নেভানোয় ঝাঁপিয়ে পড়তে পারে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire Accident: দমকল আসতে দেরি হচ্ছে! হঠাৎই আগুন লেগে গেলে নেভাবেন কীভাবে, প্রশিক্ষণ দেওয়া হল সিকিউরিটি কর্মীদের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement