Fire Cracker: আর পুরনো ভুল নয়! দীপাবলি-কালীপুজোর আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি, কোথায়?

Last Updated:

Fire Cracker: পুলিশি তৎপরতার জেরে কালীপুজোর আগে বালুরঘাটে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি।

নিষিদ্ধ শব্দবাজি
নিষিদ্ধ শব্দবাজি
দক্ষিণ দিনাজপুর: পুলিশি তৎপরতার জেরে কালীপুজোর আগে বালুরঘাটে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি। প্রায় ৪৫ কেজি ওজনের শব্দবাজি বালুরঘাট সাধনা মোড় এলাকা থেকে উদ্ধার করে পুলিশ৷ তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বাজিগুলির মধ্যে বেশির ভাগই নিষিদ্ধ শব্দবাজি। বালুরঘাটে বিক্রির জন্য শব্দবাজিগুলি আনা হয়েছিল বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। এদিকে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
আরও পড়ুন: অনেকেই চাল কুমড়ো চেনে না, তাই কেনেও না! এই সবজির উপকারিতা জানলে রোজ খাবেন
বালুরঘাট থানায় নিষিদ্ধ শব্দবাজি নামানোর সময় উপস্থিত ছিলেন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী৷ এ বিষয়ে জেলা পুলিশ সুপার সুপার চিন্ময় মিত্তাল বলেন, “মালিকহীন বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে কোথা থেকে এসেছে, এবং কোথায় যাচ্ছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে।”
advertisement
advertisement
উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজির বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকার বেশি৷ এদিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ পাশাপাশি উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলো কোথা থেকে আসল বা এ সমস্ত বাজিগুলি কোথায় যাচ্ছিল বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire Cracker: আর পুরনো ভুল নয়! দীপাবলি-কালীপুজোর আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি, কোথায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement