corona virus btn
corona virus btn
Loading

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আগুন, সিসিইউ-তে মৃত ১

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আগুন, সিসিইউ-তে মৃত ১
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আগুন

ওই ঘরে অক্সিজেন থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় ভরে যায় সিসিইউ বিভাগ। তড়িঘড়ি রোগীদের সরানো শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

  • Share this:

#শিলিগুড়ি: বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। ভোরে আগুন লেগে যায় হাসপাতালের সিসিইউতে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। তড়িঘড়ি বের করার সময় মৃত্যু হয় এক রোগীর। শুক্রবার ভোর ৫টা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিউতে হঠা‍ৎই আগুন।

ওই ঘরে অক্সিজেন থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় ভরে যায় সিসিইউ বিভাগ। তড়িঘড়ি রোগীদের সরানো শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। সিসিইউ-তে ভরতি ছিলেন সাবেরা খাতুন। অক্সিজেন মাস্ক খুলে সিসিইউ থেকে বার করার সময়ই মৃত্যু হয় তাঁর।

দমকলের ২টি ইনজিন আগুন নেভায়। সিসিইউতে ভরতি বাকি নয় রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে সরানো হয়। হাসপাতালে আসেন মন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

ভেন্টিলেটরের কম্প্রেসর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

First published: September 28, 2019, 2:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर