উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ-তে আগুন, মৃত ১
Last Updated:
ওয়ার্ড থেকে রোগী বের করার সময়ে হুড়োহুড়িতে এক জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ
#শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন। ওয়ার্ড থেকে রোগী বের করার সময়ে হুড়োহুড়িতে এক জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
শুক্রবার ভোরে হাসপাতালের সিসিইউ বিভাগে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেইসময় সিসিইউ-তে চিকিত্সাধীন ছিলেন ১০ জন রোগী। এক জনের মৃত্যু হয়েছে বলে জানাগিয়েছে, রোগীর নাম সাবেরা খাতুন। তাড়াহুড়ো করে রোগী সরাতে গিয়ে তাঁর অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়, এই কারনেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
২টি দমকল ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি রোগীরা। ভেন্টিলেটরের কম্প্রেসর থেকে আগুন লাগে, প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
advertisement
advertisement
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেন, "হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2019 10:07 AM IST