• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ-তে আগুন, মৃত ১

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ-তে আগুন, মৃত ১

ভোররাতে সিসিইউ-তে আগুন লাগে

ভোররাতে সিসিইউ-তে আগুন লাগে

ওয়ার্ড থেকে রোগী বের করার সময়ে হুড়োহুড়িতে এক জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ

 • Share this:

  #শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন। ওয়ার্ড থেকে রোগী বের করার সময়ে হুড়োহুড়িতে এক জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।

  শুক্রবার ভোরে হাসপাতালের সিসিইউ বিভাগে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেইসময় সিসিইউ-তে চিকিত্সাধীন ছিলেন ১০ জন রোগী। এক জনের মৃত্যু হয়েছে বলে জানাগিয়েছে, রোগীর নাম সাবেরা খাতুন। তাড়াহুড়ো করে রোগী সরাতে গিয়ে তাঁর অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়, এই কারনেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

  ২টি দমকল ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি রোগীরা। ভেন্টিলেটরের কম্প্রেসর থেকে আগুন লাগে, প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

  এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেন, "হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে।"

  First published: