শিলিগুড়ির কাছে ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন
Last Updated:
#উত্তরবঙ্গ: শিলিগুড়ির কাছে ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে আগুন। ফাঁসিদেওয়ায় চটেরহাট স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন এবং একটি কামরা থেকে আচমকাই ধোঁয়া বেরতে দেখা যায়। ক্রমে তা ছড়িয়ে পড়ে ইঞ্জিন লাগোয়া এস-৮ কামরায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণে বাঁচতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন অনেকে। জানা গিয়েছে, ঘটনায় অনেক যাত্রীই আহত হয়েছেন।
চেঁচামেচি শুনে চকচকি সেতুর কাছে ট্রেন থামিয়ে দেন ট্রেনের চালক। কিন্তু ততক্ষণে প্রাণে বাঁচতে অনেক যাত্রীই চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছেন। আহত একাধিক যাত্রী। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বালি ও জল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন! দমকল কর্মীরা বেশ খানিক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2019 1:17 PM IST