Farakka Bridge Collapse| ফরাক্কায় ব্রিজ ভেঙে বেঘোরে মৃত ২, অধীর বললেন, 'কেন্দ্রের দায়'

Last Updated:

২০১৯ সালের পয়লা জানুয়ারি সেতুটি তৈরির কাজ শুরু হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ শুরু হয়৷ দক্ষিণ ভারত ও চিনের দুটি সংস্থা ব্রিজটি নির্মাণ করছে৷ এই দুটি সংস্থা আবার কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ মিশনের সঙ্গেও যুক্ত৷

#ফরাক্কা: মাত্র দেড় বছরের মাথাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজ৷ বেঘোরে প্রাণ গেল অন্তত ২ জনের৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ইঞ্জিনিয়ার শ্রীনিবাস রাওয়ের৷ মৃত্যু হল জুনিয়র ইঞ্জিনিয়ার সচিন প্রতাপের৷ সচিন উত্তরপ্রদেশের বাসিন্দা৷ আহতদের ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে৷ ধ্বংসস্তূপের নীচে কি আরও দেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান সেতু তৈরিতে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে৷ রবিবার সন্ধে সাড়ে ৭টায় যখন দুর্ঘটনাটি ঘটে, তখন কাজ করছিলেন ৫০ জন শ্রমিক৷ পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে৷
২০১৯ সালের পয়লা জানুয়ারি সেতুটি তৈরির কাজ শুরু হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ শুরু হয়৷ দক্ষিণ ভারত ও চিনের দুটি সংস্থা ব্রিজটি নির্মাণ করছে৷ এই দুটি সংস্থা আবার কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ মিশনের সঙ্গেও যুক্ত৷
advertisement
advertisement
ব্রিজ ভেঙে পড়ায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বক্তব্য, 'গাফিলতি রয়েছে কি না দেখতে হবে তদন্ত করে৷ ব্রিজ ভেঙে পড়ার মতো দুর্ঘটনায় রাজনীতি ঠিক নয়৷' অন্যদিকে কেন্দ্রকে তুলোধনা করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'ব্রিজ বিপর্যয়ের দায় কেন্দ্রের৷ কেন্দ্রের উদাসীনতাতেই এই ঘটনা৷ এটা অপরাধ৷ তদন্ত হোক৷'
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Farakka Bridge Collapse| ফরাক্কায় ব্রিজ ভেঙে বেঘোরে মৃত ২, অধীর বললেন, 'কেন্দ্রের দায়'
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement