ফিরে দেখা ২০১৭: পাহাড় থেকে ‘দূরে’ বিমল, নেতা হিসেবে উঠে আসেন বিনয় তামাং
Last Updated:
মুখ্যমন্ত্রীর ভাষা নির্দেশিকাকে সামনে রেখে নতুন করে পাহাড়ে উত্তাপ ছড়াতে শুরু করে বিমল গুরুং শিবির।
#দার্জিলিং: মুখ্যমন্ত্রীর ভাষা নির্দেশিকাকে সামনে রেখে নতুন করে পাহাড়ে উত্তাপ ছড়াতে শুরু করে বিমল গুরুং শিবির। আসলে, জিটিএ-র ভোট এড়াতে চাইছিলেন গুরুংরা। সেইসঙ্গে, জিটিএ-র অডিটের মুখোমুখিও হতে চাননি তাঁরা। তাই পৃথক গোর্খাল্যান্ডের দাবি আর বনধের রাস্তাতেই ফেরেন গুরুংরা। কিন্তু, বনধ ব্যর্থ হতেই, শুরু হয় বেলাগাম হিংসা। শুরু হয় রাতের অন্ধকারে আগুন লাগানো, ভাঙচুর।
পাহাড়ে শুরু হয় পুলিশ ও র্যাফের টহলদারি। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। বনধ সমর্থকদের সঙ্গে একাধিক জায়গায় সংঘর্ষ বাধে। গুলিতে মৃত্যু হয় কয়েকজন বনধ সমর্থকের। আহত হন পুলিশকর্মীরাও। চাপে পড়ে ভিনরাজ্যে আশ্রয় নেন গুরুং। সেখান থেকেও শুরু হয় চোরাগোপ্তা হানা।
দীর্ঘদিন ধরে বনধ। বন্ধ সরকারি অফিস, চা বাগান, স্কুল-কলেজ। সাধারণ মানুষের হাতে কাজ নেই। খাবার নেই। অসহনীয় পরিস্থিতির মধ্যেও বন্্ধ চালানোর বার্তা দিচ্ছিলেন গুরুং। কিন্তু, তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় মোর্চার মধ্যেই। এই সূত্র ধরেই পাহাড়ের নেতা হিসেবে উঠে আসেন বিনয় তামাং।
advertisement
advertisement
রাজ্য সরকার ও মোর্চার একটি বড় অংশের চেষ্টায় একশো চার দিন পর বন্্ধ ওঠে পাহাড়ে। সেইসঙ্গে পাহাড়বাসীর মন থেকে অনেকটা দূরে সরে যান বিমল গুরুং। ইউএপিএ, রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত বিমল গুরুং ফেরার। তাঁর আসনে অভিষেক হয়ে যায় বিনয় তামাঙের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2017 12:04 PM IST