#বালুরঘাট: সোসাল মিডিয়ায় এক মহিলার ছবি দিয়ে ফেক একাউন্ট খুলে অশালীন মন্তব্য ও অপ্রীতিকর নোংরা স্ট্যাটাস ও ছবি আপলোড করল এক কলেজ ছাত্র! এই অপরাধে গুজরাটের সুরাট থেকে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে বালুরঘাটে নিয়ে এল পুলিশ। ধৃতের নাম অর্নব দেশমুখ। তাকে সোমবার বালুরঘাট আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করে জেলা পুলিশের আই টি সেল। আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের নিদেশ দেন।
গতবছর আগষ্ট মাসে বালুরঘাট থানার পতিরামের এক ভদ্রমহিলা বালুরঘাট থানার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানায়৷ তিনি অভিযোগ করেন যে তার এক ফেসবুকের ফ্রেন্ড তাকে না জানিয়ে তার ছবি চুরি করে একটি নতুন প্রোফাইল খুলেছেন৷ তাতে নানা ধরণের অশালীন মন্তব্যের পাশাপাশি সেখানেই অপ্রীতিকর নোংরা স্ট্যাটাস ও ছবি আপলোড করে চলেছেন। সেই অভিযোগ পেয়েই তদন্তে নামে সাইবার সেল৷ তারপর গ্রেফতার করা হয় কলেজ ছাত্রকে৷