• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • তিস্তা ক্যানেলে উলটে পড়ল গাড়ি ! ২৪ ঘণ্টা পরও উদ্ধার হল না ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মীর দেহ

তিস্তা ক্যানেলে উলটে পড়ল গাড়ি ! ২৪ ঘণ্টা পরও উদ্ধার হল না ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মীর দেহ

Representational Image

Representational Image

 • Share this:

  #উত্তরবঙ্গ: ২৪ ঘণ্টা পরও উদ্ধার হল না ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের লিমিটেডের আইওসি কর্মী মিলান মালাবের দেহ। গতকালের পর আজও সকাল থেকে তিস্তায় ডুবুরি নামিয়ে চলছে তল্লাসি ।

  গতকাল পথ দুর্ঘটনায়, চোপড়া ব্লকের তিস্তা ক্যানেলে গাড়ি সহ পড়ে যান মিলান মালাব। তল্লাসি চালিয়ে রাতে উদ্ধার করা হয় গাড়িটি। কিন্তু মিলান মালাবের দেহ এখনও নিখোঁজ। জেলা পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে, মিলান মালাব ধূমডাঙ্গিতে একাই থাকতেন। গাড়িতে অন্য কেউ ছিল না। তাঁর খোজে তল্লাসি জারি রয়েছে।

  পুলিশ খতিয়ে দেখছে, এটি কি পথ পথ দুর্ঘটনা ? নিয়ন্ত্রণ হারিয়ে বা গাড়ির কোনও যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটেছে, না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য!

  আরও পড়ুন-পুকুরে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল কিশোর

  First published: