Bangla Video: খাদ্য ও পানীয় জলের সংকটে বন্যা দুর্গতরা! ত্রাণ নিয়েও রয়েছে ক্ষোভ, দেখুন

Last Updated:

Bangla Video: প্রায় এক মাসের বেশি সময় ধরে জলমগ্ন গোটা এলাকা, খাদ্য পানীয় জল সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত ভুতনিতে

+
ত্রাণ

ত্রাণ শিবিরে আশ্রয় দূর্গতদের

মালদহ: প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্যার জলে ডুবে রয়েছে গোটা ভুতনি। চরম খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত গ্রামগুলিতে। অধিকাংশ গ্রামের বাসিন্দা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। কেউ কেউ আবার নিজেদের বাড়ির ছাদে জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছে। কাজ করার কোন সুযোগ নেই। ফলে ক্রমশ গ্রামের বাসিন্দাদের মধ্যে দেখা দিচ্ছে ব্যাপক হারে খাদ্য সংকট। সরকারিভাবে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ পাঠানো হচ্ছে। কিন্তু সেই ত্রাণ সকলের কাছে পৌঁছাচ্ছে না এমনটাই অভিযোগ কবলিত এলাকার বাসিন্দাদের। উমেযান দিদি বলেন, বাড়ির ওপর বাসের মাচা করে আমরা রয়েছি। কোনরকম ত্রাণ পাচ্ছিনা। সরকারিভাবে শুধুমাত্র ত্রিপল দেওয়া হয়েছে। পানীয় জল খাবার সংকট দেখা দিচ্ছে আমাদের।
আরও পড়ুনঃ পুজোর মুখে রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় ভয়াবহ আগুন, দেখুন
শুধুমাত্র সরকারিভাবে নয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ সেবীরা এগিয়ে এসেছেন ভুতনির বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সাহায্যার্থে।বন্যায় একেবারে নাজেহাল পরিস্থিতি মানিকচক ব্লকের ভুতনির তিনটি পঞ্চায়েতের বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে গঙ্গা নদীর জলস্তর কমতে শুরু করেছে। কিন্তু বন্যা কবলিত এলাকাগুলি থেকে জল বেরোচ্ছে না। তাই গ্রামের বাসিন্দারা দক্ষিণ চন্ডিপুরের বাঁধ কেটে লোকালয় থেকে বন্যার জল বার করতে তৎপর হয়েছে। ফলে কিছু কিছু এলাকার জল কমেছে। কিন্তু এখনও অধিকাংশ গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। এখনো জলবন্দি হয়ে রয়েছে প্রায় ৬০ হাজার মানুষ। মতিম শেখ বলেন, চাষের জমি গবাদি পশু ছেড়ে অন্যত্র যেতে পারছি না। এখান থেকে অন্যত্র ছড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলছে প্রশাসন। কিন্তু জিনিসপত্র ছেড়ে গেলেই চুরি হয়ে যাবে।
advertisement
এই সমস্ত মানুষগুলিকে নিয়মিত সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিত প্রাণ পৌঁছানোর চেষ্টা করছে অসহায় জলবন্দি মানুষগুলির কাছে। চারিদিকে জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকায় একমাত্র ভরসা এখন এই সমস্ত বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার। চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করতে হচ্ছে বন্যা কবলিতদের। প্রাকৃতিক এই বিপর্যয় স্বাভাবিক কতদিন হবে তা এখনও অজানা সকলের কাছেই। কিছু বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের মানিকচকের মথুরাপুরে ত্রান শিবিরে রাখা হয়েছে। গবাদিপশু সহ অন্যান্য নানান সামগ্রী নিয়ে অন্যত্র না যেতে পেরে এখনও জলমগ্ন এলাকাতে রয়েছেন বহু মানুষ। সেখানে থেকেই কোনরকমে দিন কাটাচ্ছেন তারা।
advertisement
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: খাদ্য ও পানীয় জলের সংকটে বন্যা দুর্গতরা! ত্রাণ নিয়েও রয়েছে ক্ষোভ, দেখুন
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement