Elephant Death: ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু! 'ওই' রেললাইনে বসানোই হয়নি...! বিস্ফোরক অভিযোগে শোরগোল
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant Death: ট্রেনের ধাক্কায় ফের এক হাতির মৃত্যু। সেবক ও বাগ্রাকোট রেল স্টেশনের মাঝের রেলপথে ঘটনাটি ঘটেছে। অন্যান্য হাতি করিডরের উপর অত্যাধুনিক ডিভাইস বসানো থাকলেও এই করিডরে নেই কেন? প্রশ্ন পরিবেশপ্রেমীদের একাংশের।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ হাতি করিডরেই রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু! ডুয়ার্সের এই ঘটনায় শোরগোল এলাকায়। একেই হাতি করিডর, ট্রেনের গতি সীমিত থাকে, তা সত্ত্বেও কেন বারবার ঘটছে এমন দুর্ঘটনা? উপরন্তু অন্যান্য হাতি করিডরের উপর অত্যাধুনিক ডিভাইস বসানো থাকলেও এই করিডরে নেই কেন? প্রশ্ন পরিবেশপ্রেমীদের একাংশের।
ট্রেনের ধাক্কায় ফের এক হাতির প্রাণ গিয়েছে। সেবক ও বাগ্রাকোট রেল স্টেশনের মাঝের রেলপথে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওই পথে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ দু’টি হাতি ট্রেনের সামনে চলে আসে। এর মধ্যে একটি হাতি রেললাইন পার হতে সক্ষম হলেও, অন্যটি ট্রেনের ধাক্কায় ছিটকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৭ বছরের ওই পুরুষ হাতির।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আবহে ‘নির্জলা’ শহরের একাধিক ওয়ার্ড! পানীয় জলের সমস্যায় ক্ষুব্ধ মানুষ, কখন ঠিক হবে?
এই ঘটনার পরেই ট্রেনচালক দ্রুত গাড়ি থামিয়ে দেন। এদিকে ফের এই মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের অভিযোগ, অন্যান্য রেললাইনে একাধিক আধুনিক প্রযুক্তি বসানো হলেও এই রেললাইনে সেই ব্যবস্থা কেন নেই?
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুদিন আগেই ডুয়ার্সের জঙ্গলে বিশেষ সেন্সর বসানো হয়েছে, যাতে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের উপর এলেই সঙ্গে সঙ্গে সংকেত পাঠানো যায়। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট রেলপথে সেই সিস্টেম নেই বলে অভিযোগ। তাই দ্রুত সেই পথে অত্যাধুনিক ডিভাইস লাগানোর দাবি তুলেছেন পরিবেশপ্রেমীদের একাংশ। সূত্রের খবর, সম্প্রতি রেল ও বন দফতরের যৌথ বৈঠকে হাতি মৃত্যুর প্রসঙ্গ আলোচনায় উঠেছিল। তবে বৈঠকের পরদিনই ফের প্রাণ গেল আরেকটি হাতির। ফলে প্রশাসনের গাফিলতি নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
September 25, 2025 3:18 PM IST