পরপর দুদিন হাতির দেহ উদ্ধার! রহস্যজনক মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
elephant death: ডুয়ার্সের জঙ্গল ফের উদ্ধার হাতির মৃতদেহ।
আলিপুরদুয়ার: ডুয়ার্সের জঙ্গল ফের উদ্ধার হাতির মৃতদেহ। হাতির রহস্যজনক মৃত্যুতে উদ্বিগ্ন বনদফতর থেকে শুরু করে আমজনতা।
ফের হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের কার্তিকা এলাকার তুরতুরি নদীর ধারে একটি হাতির মৃতদেহ পড়েথাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নজরে আসে টহলরত বনকর্মীদের। পরবর্তীতে তারা খবর দেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকদের। তারা এসে হাতিটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন- আতঙ্কে অসুস্থ পড়ুয়া! সিকিম থেকে সমতল ফিরলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
অন্যদিকে, এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই বিষয়ে বনদফতরের তরফে জানান হয়েছে ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।
advertisement
প্রাথমিক তদন্তে বনদফতরে অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু। হাতিটি মহিলা।বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই হাতিটির একটি শাবক রয়েছে। গতকালও জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় হাতির দেহ। সেটিও ছিল রহস্যজনক মৃত্যু।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 7:41 PM IST