#বালুরঘাট: ভোটের ডিউটিতে যাওয়ার বাস নেই, বালুরঘাটে বিক্ষোভ ভোটকর্মীদের! বাসস্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মার্চ মাসে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়। বালুরঘাট কেন্দ্রে তৃমমূলের প্রার্থী অর্পিতা ঘোষ। অর্পিতাকে প্রার্থী করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র ৷ অবিলম্বে প্রার্থী বদলের দাবিও জানান তিনি। অর্পিতাকে প্রার্থী করায় ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের একাংশও ৷ অনেকে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balurghat, Balurghat S25p06, Election worker's agitation