Jalpaiguri News: বয়সকালে অবসরযাপনের নতুন ঠিকানা, করলার পাড়ে গেলেই মিলবে অবাক দৃশ্যের দেখা

Last Updated:

দূষিত করলা নিয়ে জলপাইগুড়িবাসীর অভিযোগ কম নয়। কিন্তু সেই করলা খানিক দূষণমুক্ত হওয়ায় মাছেদের আনাগোনা বেড়েছে। আর এতে বেশ খুশি মৎসপ্রেমীরা

+
জলপাইগুড়ি

জলপাইগুড়ি করলা নদীতে মৎস্য শিকার

জলপাইগুড়ি: এক সময় খাল-বিল-নদী-নালা-পুকুরে ভরা বঙ্গদেশে বাঙালির অবসর বিনোদনের অন্যতম উপকরণ ছিল মাছ ধরা। কিন্তু, ক্রমেই দূষণ বাড়তে থাকায় আর জলাশয়, খাল-বিল, ডোবা ভরাট হয়ে যাওয়ায় সেই স্মৃতি এখন অতীত। তবে জলপাইগুড়ির বুক চিরে চলে যাওয়া করলা ও তিস্তর পায়ে গেলে আপনার এখনকার ধারণাটা কিছুটা বদলে যেতে পারে। কারণ এখানে এলেই দেখতে পাবেন অসংখ্য মানুষ নিজের খেয়ালে ছিপ নিয়ে মাছ ধরছেন। শুধু পেটের জন্যে নয়, কেউ কেউ শখের বশে কিংবা অবসর সময় কাটাতে চলে যান মাছ ধরতে।
দূষিত করলা নিয়ে জলপাইগুড়িবাসীর অভিযোগ কম নয়। কিন্তু সেই করলা খানিক দূষণমুক্ত হওয়ায় মাছেদের আনাগোনা বেড়েছে। আর এতে বেশ খুশি মৎসপ্রেমীরা। এখন নদীপাড়ে গেলেই চোখে পড়ে নৌকা করে কিংবা থার্মোকলের ডিঙি বানিয়ে চলছে মাছ ধরা। কেউ আবার নদীর ধারেই বসে পড়েছেন। একদিকে ছুটির দিন, অন্যদিকে হালকা বৃষ্টি আর রোদের এ যেন ককটেল।
advertisement
advertisement
মাছ ধরতে ধরতে কেউ হঠাৎ বলে উঠছেন ‘এই আসছে, আসছে’, আবার কারোর মুখে ‘ধুর, মিস হয়ে গেল’-এর মত বাক্য।
আরও খবর পড়তে ফলো করুন
করলা ও তিস্তাতে এদিন বসেছিল বঁড়শি নিয়ে মাছ শিকারিদের মিলনমেলা। সকাল সাতটা থেকে বন্ধুর নৌকায় করলার বুকে ভাসছেন অসীম পাল। তাঁর কথায়, সময় পেলেই ছিপ নিয়ে চলে আসি। কোনও দিন মাছ ওঠে, আবার কোনও দিন মাছ বঁড়শিতে ধরা দেয় না। আজ যেমন একটা ছোট বাটা উঠেছে। সব মিলিয়ে জলপাইগুড়ির এই দুই নদীর পাড় এখন যেন বয়স্কদের অবসর যাপনের এক ঠিকানা হয়ে উঠেছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বয়সকালে অবসরযাপনের নতুন ঠিকানা, করলার পাড়ে গেলেই মিলবে অবাক দৃশ্যের দেখা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement