Ek Dake Abhishek: ৪৫ দিন অন্ধকারে, ‘এক ডাকে অভিষেক’-এ একটা ফোনেই আলো ফিরল ফালাকাটায়!

Last Updated:

Ek Dake Abhishek: ফালাকাটা বিধানসভার ছোট শালকুমার ছয়মেলের বাসিন্দারা ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিলেন। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম।

এক ডাকে অভিষেক-এ সাফল্য
এক ডাকে অভিষেক-এ সাফল্য
#ডায়মন্ড হারবার: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে এই কর্মসূচির সূচনা করেন তিনি। আর সেই কর্মসূচির সুফল এবার পেতে শুরু করেছেন আমজনতা। সেই তালিকায় এবার নাম লেখালেন ফালাকাটার শালকুমার ছয়মেলের বাসিন্দারা। টানা ৪৫ দিন ধরে বিদ্যুৎহীন ছিল গ্রাম। অনেক অনুরোধ, আর্জিতেও কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ‘এক ডাকে অভিষেক’-এ অভিযোগ জানাতেই মিলল সুফল।
ফালাকাটা বিধানসভার ছোট শালকুমার ছয়মেলের বাসিন্দারা ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিলেন। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম। কিন্তু 'এক ডাকে অভিষেক'-এ ফোন করতেই একদিনে কাজ হাসিল হয়ে গেল। ফালাকাটা বিদ্যুৎ দফতরের বারবার লিখিত জানিয়েও যেখানে কাজ হচ্ছিল না, সেখানে 'এক ডাকে অভিষেক'-এ ফোন করতেই লোক পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ট্রান্সমিটার বসল ওই গ্রামে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অভিষেক জানিয়েছিলেন, “7887778877 নম্বর চালু করা হল। আমার প্রতি এলাকার মানুষ ভরসা রেখেছে। আমার জন্ম কলকাতায় হলেও, আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়।” শুধু তাই নয়, পরের বার আরও বড় আকারে নিঃশব্দ বিপ্লব করা হবে বলেও জানিয়েছিলেন তৃণমূলের এই সাংসদ।
advertisement
'দিদিকে বলো' কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের নির্বাচনের আগে এই একটা কর্মসূচিই বদলে দিয়েছিল রাজনীতির গতিপথ। বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছিল তৃণমূল। তারপর একুশের নির্বাচনে তৃণমূল বিপুল আসনে জিতে ক্ষমতায় আসে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও ব্যাপক সাড়া পেল 'এক ডাকে অভিষেক'। এক মাসেই মিলল দেড় লক্ষাধিক ফোন। মাত্র এক মাস আগে শুরু হয়েছিল 'এক ডাকে অভিষেক' অভিযান। সেই অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন ২০২৪ সালে। তার আগে এই 'এক ডাকে অভিষেক'-এ সাড়া পড়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছেন। নানা বিষয়ে অভিযোগ ছাড়া নানা পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ek Dake Abhishek: ৪৫ দিন অন্ধকারে, ‘এক ডাকে অভিষেক’-এ একটা ফোনেই আলো ফিরল ফালাকাটায়!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement