Ek Dake Abhishek: ৪৫ দিন অন্ধকারে, ‘এক ডাকে অভিষেক’-এ একটা ফোনেই আলো ফিরল ফালাকাটায়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ek Dake Abhishek: ফালাকাটা বিধানসভার ছোট শালকুমার ছয়মেলের বাসিন্দারা ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিলেন। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম।
#ডায়মন্ড হারবার: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে এই কর্মসূচির সূচনা করেন তিনি। আর সেই কর্মসূচির সুফল এবার পেতে শুরু করেছেন আমজনতা। সেই তালিকায় এবার নাম লেখালেন ফালাকাটার শালকুমার ছয়মেলের বাসিন্দারা। টানা ৪৫ দিন ধরে বিদ্যুৎহীন ছিল গ্রাম। অনেক অনুরোধ, আর্জিতেও কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ‘এক ডাকে অভিষেক’-এ অভিযোগ জানাতেই মিলল সুফল।
ফালাকাটা বিধানসভার ছোট শালকুমার ছয়মেলের বাসিন্দারা ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিলেন। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম। কিন্তু 'এক ডাকে অভিষেক'-এ ফোন করতেই একদিনে কাজ হাসিল হয়ে গেল। ফালাকাটা বিদ্যুৎ দফতরের বারবার লিখিত জানিয়েও যেখানে কাজ হচ্ছিল না, সেখানে 'এক ডাকে অভিষেক'-এ ফোন করতেই লোক পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ট্রান্সমিটার বসল ওই গ্রামে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অভিষেক জানিয়েছিলেন, “7887778877 নম্বর চালু করা হল। আমার প্রতি এলাকার মানুষ ভরসা রেখেছে। আমার জন্ম কলকাতায় হলেও, আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়।” শুধু তাই নয়, পরের বার আরও বড় আকারে নিঃশব্দ বিপ্লব করা হবে বলেও জানিয়েছিলেন তৃণমূলের এই সাংসদ।
advertisement
'দিদিকে বলো' কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের নির্বাচনের আগে এই একটা কর্মসূচিই বদলে দিয়েছিল রাজনীতির গতিপথ। বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছিল তৃণমূল। তারপর একুশের নির্বাচনে তৃণমূল বিপুল আসনে জিতে ক্ষমতায় আসে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও ব্যাপক সাড়া পেল 'এক ডাকে অভিষেক'। এক মাসেই মিলল দেড় লক্ষাধিক ফোন। মাত্র এক মাস আগে শুরু হয়েছিল 'এক ডাকে অভিষেক' অভিযান। সেই অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন ২০২৪ সালে। তার আগে এই 'এক ডাকে অভিষেক'-এ সাড়া পড়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছেন। নানা বিষয়ে অভিযোগ ছাড়া নানা পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 7:03 PM IST