Siliguri News: বিশ্ববিদ্যালয়ের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ইট!
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
একটি পরিবেশবান্ধব ইট তৈরি করতে ২৫০ গ্রাম প্লাস্টিকের দরকার হয়। বোতলের মধ্যে প্লাস্টিকগুলি খুব শক্তভাবে ভরতে হবে। এমনভাবে ওই প্লাস্টিকগুলি ভরতে হবে যাতে কোথাও হাওয়া না ঢুকতে পারে
শিলিগুড়ি: নিত্য দিনের ফেলে দেওয়া প্লাস্টিক এবং জঞ্জাল থেকেই নতুন সৃষ্টি। সবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে শুরু করে চিপসের প্যাকেট দিয়েই গড়ে উঠছে বসার জায়গা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দূষণে ভরা পরিবেশ সেখানকার পড়ুয়াদের বিরক্তির অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ক্যাম্পাসকে দূষণমুক্ত করতে এগিয়ে এসেছে মাস কমিউনিকেশনের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে তারা ৩০০ কেজি প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করে। কিন্তু বিষয়টি এখানেই থেমে যায়নি। সেই প্লাস্টিক থেকে ১২০ টি ইকো-ব্রিক বা পরিবেশবান্ধব ইট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে তারা। সেই পরিবেশবান্ধব ইট দিয়ে তৈরি হচ্ছে বসার বেঞ্চ।
আরও পড়ুন: মাছ ধরার জালে আটকে হাঁসফাঁস পরিযায়ীদের
ছাত্রছাত্রীদের এই উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের প্রধান বরুণ রায় বলেন, মিরিকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও আমরা একযোগে ক্যাম্পাসে সাফাই অভিযান করেছি। তা দিয়ে ইকো-ব্রিক তৈরি করা হচ্ছে। যদিও সেখানে শামিল হন অন্য বিভাগের পড়ুয়ারাও। বিভাগীয় প্রধানের কথায়, সংগৃহীত ওই প্লাস্টিক দিয়ে ১২০ টি ইকো-ব্রিক তৈরি করা হচ্ছে। যা দূষণ বিরোধী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মিরিকের স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে রাকেশ শর্মা বলেন, যেকেউ চাইলেই সংগৃহীত বর্জ্য দিয়ে ইট তৈরি করতে পারেন। এজন্য কোনও রাসায়নিক কিংবা মেশিনের প্রয়োজন হয় না। একটি পরিবেশবান্ধব ইট তৈরি করতে ২৫০ গ্রাম প্লাস্টিকের দরকার হয়। বোতলের মধ্যে প্লাস্টিকগুলি খুব শক্তভাবে ভরতে হবে। এমনভাবে ওই প্লাস্টিকগুলি ভরতে হবে যাতে কোথাও হাওয়া না ঢুকতে পারে। কয়েক ঘণ্টা এভাবে রেখে দিলে ইট তৈরি হয়ে যাবে।এই ইটগুলি তৈরি হতে দু’দিন সময় লাগে। ইটগুলি তৈরি হয়ে গেলে সেগুলি দিয়েই চেয়ার-টেবিল বেঞ্চ বানানো যাবে। এছাড়াও দেয়াল ও অন্যান্য কাঠামো নির্মাণের জন্য এই ইকো ব্রিক বিল্ডিংয়ের ব্লক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 7:23 PM IST









