Earthquake|| ভরদুপুরে কেঁপে উঠল শিলিগুড়ি-দার্জিলিং, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছুটলেন বাসিন্দারা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Earthquake 4.5 Magnitude hits Siliguri Darjeeling: সোমবার দুপুর ১২.১৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি, সিকিম, দার্জিলিং। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫ ম্যাগনিটিউড।
#শিলিগুড়িঃ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। সপ্তাহের প্রথমদিন জলপাইগুড়ি, শিলিগুড়ি, সিকিম, দার্জিলিং-সহ পাহাড়ের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
এ দিন দুপুর ১২.১৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি, সিকিম, দার্জিলিং। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫ ম্যাগনিটিউড।
আরও পড়ুনঃ পুজোর আগে বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস, সপ্তাহজুড়ে তুমুল বৃষ্টি জেলায় জেলায়
জানা গিয়েছে, ভুটানের সামসে থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ দিনের কম্পন অনুভূত হয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান এবং চিনে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। প্রসঙ্গত, এ দিন সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি-সহ একাধিক জায়গায়। সেই সময়ের মধ্যে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
advertisement
advertisement
তথ্যঃ পার্থ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 1:52 PM IST