Dooars Tour: ডুয়ার্সের অর্ধেক রিসর্টে পুজোর বুকিং নেই! কেন থমকে পুজোর পর্যটন? মাথায় হাত ব্যবসায়ীদের

Last Updated:

লাটাগুড়ি, মূর্তি, গেরুমারার পর্যটন ব্যবসায়ীদের কথায়, অনেকেই ভুটানে ঘুরতে যাওয়ার বা আসার পথে এক-দু’দিন ডুয়ার্স ঢুঁ মারেন। কিন্তু এখানেও সমস্যা। ভুটানে পর্যটকদের দৈনিক মাথা পিছু ১২০০ টাকা করে ফি ধার্য হওয়ায় অনেকে সেখান থেকেও মুখ ফেরাচ্ছেন।

+
পর্যটনে

পর্যটনে ভাটা

জলপাইগুড়ি: পুজোর মরশুমে আচমকাই থমকে ডুয়ার্সের রিসর্ট বুকিং। উত্তরবঙ্গে আসার ট্রেনের টিকিটে লম্বা ওয়েটিং লিস্টে নাম থাকলেও বুকিং নেই রিসর্ট গুলোর। এতেই কপালে ভাঁজ পর্যটন ব্যবসায়ীদের একাংশের। কিন্তু কেন এমন? তা হলে কি বর্ষার ভয়াল রূপেই ভয় পর্যটকদের।
এ বছর বঙ্গে বর্ষা প্রবেশের পর থেকেই টানা বৃষ্টিতে নাকাল হয়েছে উত্তরবঙ্গবাসী, পাহাড়ের বাসিন্দারা। কার্যত তছনছ হয়ে গিয়েছিল পাহাড়। ক্রমেই ছন্দে ফিরছে সেই সব এলাকাগুলি।  কিন্তু আচমকাই থমকে রিসর্ট বুকিং। জানা যাচ্ছে, ডুয়ার্সে এখনও ফাঁকা ৫০ শতাংশ হোটেল-রিসর্ট। ট্যুর ব্যবসায়ীদের কথায়, অনেকেই শিয়ালদহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের টিকিট কেটে রেখেছেন। কিন্তু, পাহাড় নাকি ডুয়ার্স কোথায় যাবেন, তা ভেবে উঠতে পারছেন না নানাবিধ চিন্তার কারণে। পাশাপাশি তারা এও জানান যে, উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের বেশিরভাগেরই পাহাড়ের দিকেই ঝোঁক বেশি। তবে, সেই সময় ১০ নম্বর জাতীয় সড়কের অবস্থা কেমন থাকবে সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর।
advertisement
অন্যদিকে, লাটাগুড়ি, মূর্তি, গেরুমারার পর্যটন ব্যবসায়ীদের কথায়, অনেকেই ভুটানে ঘুরতে যাওয়ার বা আসার পথে এক-দু’দিন ডুয়ার্স ঢুঁ মারেন। কিন্তু এখানেও সমস্যা। ভুটানে পর্যটকদের দৈনিক মাথা পিছু ১২০০ টাকা করে ফি ধার্য হওয়ায় অনেকে সেখান থেকেও মুখ ফেরাচ্ছেন। স্বাভাবিকভাবেই ডুয়ার্সে কমছে পর্যটকদের আগমন। পাশাপাশি, পুজোয় গরুমারায় সরকারি বাংলোয় থাকার জন্য অনলাইনে বুকিং করা যাচ্ছে না। বনদফতরের তরফে জানানো হয়েছে, এখন জঙ্গল বন্ধ।
advertisement
advertisement
১৬ সেপ্টেম্বর জঙ্গল খোলার পর অনলাইন বুকিং করতে পারবেন পর্যটকরা। যদিও পর্যটকদের প্রশ্ন, ১৬ সেপ্টেম্বর বুকিং খুললে কী করে পুজোয় ঘুরতে যাওয়া সম্ভব? তাই সব মিলিয়ে ভ্রমণপ্রেমীরা এখনও রয়েছেন দ্বিধাদ্বন্দে। কিন্তু ১৬ ই সেপ্টেম্বরের পর থেকে জঙ্গল ভ্রমণ করা যাবে এমনটাই খবর বনদফতর সূত্রে। তাই পাহাড় না ডুয়ার্স এই দ্বিধা ভুলে বুকিং করে ফেলুন চট করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Tour: ডুয়ার্সের অর্ধেক রিসর্টে পুজোর বুকিং নেই! কেন থমকে পুজোর পর্যটন? মাথায় হাত ব্যবসায়ীদের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement