ব্রিটিশদের উদ্যোগে, তাদের সহায়তায় দুর্গাপুজো? জেনে নিন ধুপগুড়ির পুজোর ইতিহাস

Last Updated:

জঙ্গল ঘেরা এলাকা। বাঘ, হাতির উপদ্রব। ডাকাতের ভয়।

#ধুপগুড়ি: ব্রিটিশদের বিরুদ্ধে জোট বাঁধতে হাতিয়ার হয়েছে দুর্গাপুজো। ব্রিটিশদের খুশি করে জাঁকজমক করে পুজো নিয়ে তো রীতিমতো প্রতিযোগিতা চলত কলকাতার বাবুদের। কিন্তু ব্রিটিশদের উদ্যোগে, তাদের সহায়তায় দুর্গাপুজো? ধূপগুড়িতে তেমনভাবেই শুরু হয়েছিল এক দুর্গাপুজো।
জঙ্গল ঘেরা এলাকা। বাঘ, হাতির উপদ্রব। ডাকাতের ভয়। সচরাচর কেউ ধুপগুড়ির ধারকাছও মাড়াত না তখন। সময়টা ১৮০০ বা ১৮০১ সাল। এখন যেখানে ধূপগুড়ি থানা, তার ঠিক পিছনেই জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় দুর্গাপুজো।
advertisement
হাতে গোণা কয়েকজন যুবক। যাতায়াতেরও কোনও ব্যবস্থা ছিল না। দুর্গাপুজো হবে কী ভাবে? মুসকিল আসানে এগিয়ে আসেন ব্রিটিশরা। ব্রিটিশদের উৎসাহেই এগিয়ে আসেন শহরের বাঙালি বাবুরা। যে পুজো হওয়ার হচ্ছিলই না, সেটাই জাঁকজমকে সব পুজোকে টক্কর দিয়েছে বছরের পর বছর। স্থানীয়রা বলত ফুটবল মাঠের পুজো।
advertisement
১১৯ বছর পেরিয়েও সেই এখনও চলছে সেই ট্রাডিশন। সোশাল মিডিয়ার যুগে অনেক বাধা পেরিয়ে পুজো বাঁচিয়ে রেখেছেন একদল যুবক। এই পুজোর পরতে পরতে যে ইতিহাস, তাও কোথাও যেন হারিয়ে গিয়েছে।
ধূপগুড়িবাসী এগিয়ে না গেলে এই ঐতিহ্য চালিয়ে নিয়ে যাওয়া হয়তো সম্ভব নাও হতে পারে।
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ব্রিটিশদের উদ্যোগে, তাদের সহায়তায় দুর্গাপুজো? জেনে নিন ধুপগুড়ির পুজোর ইতিহাস
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement