Malda News: পুজোর কাজ করেই জোটে সারা বছরের রোজগার! শোলা শিল্পীদের সোনালী সেই দিন এখন অতীত

Last Updated:

Durga Puja 2024: আধুনিকতার দাপটে কাজ হারাচ্ছেন শোলা শিল্পীরা। একটা সময় ছিল বছর ভোর নানান কাজ মিলতো। তবে বিগত কয়েক বছর ধরে আর কাজ তেমন পাচ্ছেন না মালদহ জেলার শোলা শিল্পীরা।

+
কাজ

কাজ করছেন শিল্পী

মালদহ: আধুনিকতার দাপটে কাজ হারাচ্ছেন শোলা শিল্পীরা। একটা সময় ছিল বছর ভোর নানান কাজ মিলতো। তবে বিগত কয়েক বছর ধরে আর কাজ তেমন পাচ্ছেন না মালদহ জেলার শোলা শিল্পীরা। একসময় শোলার বিভিন্ন সাজ তৈরি করেই সংসার চলেছে। কিন্তু এখন আর সম্ভব হয়ে উঠছে না। তাইতো দুর্গা পুজোর দিকেই চেয়ে বসে থাকতে হচ্ছে শিল্পীদের।
ছোটবেলা থেকেই এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ায় অন্য কোন পেশার সঙ্গেও যুক্ত হতে পারছেন না শিল্পীরা। তাই বাধ্য হয়েই এক বছর অপেক্ষায় থাকতে হয় মালদহের এই শোলা শিল্পীদের। তবুও আগের মত আর এখন কাজ মেলে না। কারণ অধিকাংশই প্রতিমার সাজ এখন রেডিমেড বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। অপরদিকে পর্যাপ্ত পরিমাণে মিলছে না শোলা। তাই দিনের পর দিন চাহিদা কমছে এই শোলা শিল্পীদের। নিজেদের পেট চালাতে তাই সাজের কাজের সঙ্গে মন্ডপ সজ্জার কাজ করছেন এই শিল্পীরা।
advertisement
শিল্পী ধর্ম দাস বলেন,”এখন পুজোর কাজের জন্যই অপেক্ষায় থাকতে হচ্ছে আমাদের। পুজো আসলে কিছু কাজ মিলছে। তবুও পর্যাপ্ত পরিমাণে কাজ মিলছে না। তাই আমরা মন্ডপের কাজ করছি। কারণ প্রতিমার সাজের কাজ পর্যাপ্ত পরিমাণে মিলছে না। হাতেগোনা দুই থেকে একটি প্রতিমার সাজ শোলার কাজের হচ্ছে। বাকি অধিকাংশ পুজা উদ্যোক্তারা আধুনিক সাজে সাজিয়ে তুলছে দুর্গা প্রতিমাকে।”
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে চরম দুর্দশার মধ্যে পড়েছেন এই শিল্পীরা। তবে কাজ বাঁচানোর তাগিদে তারাও ধীরে ধীরে নিজেদের পেশার পরিবর্তন করতে শুরু করেছেন। একসময় শুধুমাত্র শোলার কাজ করতেন। এখন এই শিল্পীরা বাধ্য হয়েছেন মন্ডপ সজ্জার কাজ করতে। মন্ডপ তৈরি সময় যে সমস্ত থার্মোকলের কাজগুলি হয়ে থাকে। সেই কাজগুলি এখন এই শিল্পীরা করছেন। এতে কিছুটা হলেও আয় বাড়ছে শিল্পীদের। শিল্পী প্রতাপ কুমার দাস বলেন,”৪০ বছর ধরে এই কাজ করছি। এখন আর কাজ তেমনি মিলছে না। জানিনা আর কতদিন এই কাজ করতে পারব।”
advertisement
পুজোর প্রায় দুই মাস আগেই যেটুকু সাজের কাজ মেলে তা শেষ করে শিল্পীরা লেগে পড়ছেন মন্ডপ সজ্জার কাজে। এই করেই বর্তমানে সংসার চলছে মালদহ জেলার একসময়ের বিখ্যাত শোলা শিল্পীদের। তবুও এখনও তারা তাকিয়ে থাকেন দুর্গাপুজোর দিকে। কারণ পুজো আসলেই কাজের সুযোগ মেলে। বছরের অন্যান্য সময় এখন আর কাজ প্রায় নেই বললেই চলে এই শিল্পীদের।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: পুজোর কাজ করেই জোটে সারা বছরের রোজগার! শোলা শিল্পীদের সোনালী সেই দিন এখন অতীত
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement