Durga Puja 2024: ষষ্ঠী থেকে দশমী পেরিয়ে একাদশীর দিনে হয় ভাণ্ডানী পুজো! রাজবংশী সম্প্রদায়ে দেবী দুর্গা পূজিতা হন এই রূপে, কোথায় হয় জানেন?

Last Updated:

Durga Puja 2024: প্রায় ৫০০ বছর ধরে চলছে এই গ্রামের পুজো। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গার ভক্তদের ঢল নামে এই সময়। পুজো দিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভক্তরা।

একাদশীর দিনে হয় ভাণ্ডানী পুজো! দেবী দুর্গা পূজিতা হন এই রূপে, কোথায় জানেন?
একাদশীর দিনে হয় ভাণ্ডানী পুজো! দেবী দুর্গা পূজিতা হন এই রূপে, কোথায় জানেন?
জলপাইগুড়ি: প্রায় ৫০০ বছর ধরে চলছে এই গ্রামের পুজো। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গার ভক্তদের ঢল নামে এই সময়। পুজো দিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভক্তরা।
উত্তরের মা দুর্গার আরেক রূপ হল ভাণ্ডানী৷ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রামে ৫০০ বছর ধরে একাদশীর দিন পূজিত হয়ে আসছেন ভাণ্ডানী রূপে উমা। একাদশীর দিনে দেবী দুর্গা বার্নিশ গ্রামে পূজিত হন মা ভাণ্ডানী রূপে।
advertisement
advertisement
কৃষকরা তাঁদের সুখ-সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন মা’কে। চারিদিকে যখন বিষাদের আবহ, তখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বার্নিশ গ্রামে শোনা যায় ঢাকের আওয়াজ আর বোধনের সুর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বার্নিশ এলাকায় দেখা মেলে এই দৃশ্য ৷
এখানে মায়ের মূর্তির সঙ্গে মহিষাসুর থাকে না। পাশাপাশি মা দুর্গার বাহন হিসেবে সিংহ নয়, মা ভাণ্ডানীর বাহন হিসেবে দেখা যায় বাঘকে । বার্নিশ গ্রাম ছাড়াও জেলার বেশ কিছু অন্য গ্রামেও সমৃদ্ধির দেবী ভাণ্ডানীর পুজোকে ঘিরে ফের উৎসবের আমেজ তৈরি হয়েছে ৷ শুধু রাজবংশী সম্প্রদায়ের মানুষই নয়, বর্তমানে ভাণ্ডানী পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলার মানুষজন।
advertisement
এই প্রাচীন পুজো প্রসঙ্গে পুজো কমিটির সহ-সভাপতি দীনেশ চন্দ্র রায় বলেন, কৈলাসে ফিরে যাবার সময় এই গ্রামের মানুষ মায়ের কাছে আবেদন করেন ভাণ্ডানী রূপে পুজো গ্রহণ করার, সেই সময় ধর্তিমোহন মল্লিকের বাড়ীতে দেবীকে প্রতিষ্ঠা করেন সেই থেকে আজ পাঁচ পুরুষ ধরে চলে আসছে পুজো ও মেলা।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: ষষ্ঠী থেকে দশমী পেরিয়ে একাদশীর দিনে হয় ভাণ্ডানী পুজো! রাজবংশী সম্প্রদায়ে দেবী দুর্গা পূজিতা হন এই রূপে, কোথায় হয় জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement