Durga Puja 2024: টুকরো কাপড়েই এমন সুন্দর দুর্গা মূর্তি! তাক লাগালেন গৃহবধু
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Durga Puja 2024: কোচবিহারের মাইক্রো আর্টিস্ট শিল্পী দর্জি দোকানের ফেলে দেওয়া রঙিন কাপড় দিয়ে তৈরি করেছেন দুর্গা মূর্তি। বিশেষ ধরনের এই দুর্গা মূর্তি দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়েছে।
কোচবিহার: জেলা কোচবিহারের এক মাইক্রো আর্টিস্ট শিল্পী সোমা মুখার্জী। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা মূর্তি তৈরির শখ তাঁর। সেই শখের বশেই প্রতিবছর বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরি করে থাকেন এই গৃহবধূ মাইক্রো আর্টিস্ট।
চলতি বছরেও এক অদ্ভুত ধরনের বিশেষ আকর্ষণীয় দুর্গা মূর্তি তৈরি করেছেন এই শিল্পী। দর্জি দোকানের ফেলে দেওয়া রঙিন কাপড় দিয়ে তৈরি করেছেন তিনি দুর্গা মূর্তি। বিশেষ ধরনের এই দুর্গা মূর্তি দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়েছে। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন এই দুর্গা মূর্তি দেখতে।
মাইক্রো আর্টিস্ট শিল্পী সোমা মুখার্জী জানান, “প্রতিবছর দুর্গা পুজোর আগে তিনি কাজ শুরু করেন দুর্গা প্রতিমা নির্মাণের। তবে আর পাঁচটা দুর্গা প্রতিমার মতন সাধারণ দুর্গা প্রতিমা নয়। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণের শখ তাঁর।
advertisement
advertisement
আরও পড়ুন: ঠান্ডা হোক বা গরম, খেলেই দাঁতে শিরশিরানি! রান্নাঘরেই রয়েছে ৫ অস্ত্র, নিমেষে গায়েব অস্বস্তি
বিগত বছরগুলিতে ওষুধের ফেলে দেওয়া প্যাকেট, পোড়া ধূপকাঠি দিয়ে দুর্গা মূর্তি নির্মাণ করেছিলেন তিনি। এবারে তিনি দর্জি দোকানের ফেলে দেওয়া রঙিন কাপড় দিয়ে দুর্গা মূর্তি নির্মাণ করেছেন। এই মুহূর্তে নির্মাণ করতে সময় লেগেছে আনুমানিক অনেক প্রায় তিন থেকে চার মাস।”
advertisement
শিল্পী আরও জানান, “এই দুর্গা মূর্তি নির্মাণ করতে রঙিন কাপড়, রঙিন সুতো, জরি সুতো, আঠা এবং সামান্য কিছু রঙের ব্যবহার করেছেন তিনি। দুই থেকে তিনটি দর্জি দোকান থেকে এই কাপড় সংগ্রহ করেছিলেন তিনি বিভিন্ন সময়। তবে এবারের দুর্গা মূর্তি তৈরি করতে সময় কিছুটা বেশি লেগেছে।
advertisement
তাইতো পুজোর মাত্র কয়েকদিন আগেই সম্পন্ন করতে পেরেছেন তিনি এই দুর্গা মূর্তি। যদিও ইতিমধ্যেই এই দুর্গা মূর্তি নিয়ে বহু মানুষ উৎসাহ দিয়েছেন তাঁকে। তাঁর পরিবারের মানুষেরা প্রতিনিয়ত বিভিন্নভাবে সহায়তা করেন তাঁকে। তাইতো তিনি এই ধরনের কাজ করতে উৎসাহ পান।”
বর্তমান সময়ের শিল্পীর এই নতুন শিল্পকর্ম দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে আসছেন। বহু মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছেন তাঁর এই অদ্ভুত শিল্পকর্ম দেখে। তবে আগামী দিনে তিনি আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দুর্গা মূর্তি নির্মাণ করবেন এমনটাই জানিয়েছেন তিনি। জেলায় এই ধরনের প্রতিভার সংখ্যা কম থাকায় বহু মানুষের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী।
advertisement
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 04, 2024 7:37 AM IST







