District Durga Puja 2023: দ্য আফ্রিকান মাউন্টেন কটেজের আদলে মন্ডপ, গঙ্গারামপুরে উপচে পড়া ভিড়

Last Updated:

District Durga Puja 2023: ৪৪তম বর্ষে এবারে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পুজোর থিম দ্য আফ্রিকান মাউন্টেন কটেজ। এই মন্ডপ সজ্জা তৈরি করতে বাঁশ,কাঠ, হোগলা পাতা,গাছের ডাল সহ একাধিক পরিবেশ বান্ধব সরঞ্জাম ব্যবহার হয়েছে।

+
পরিবেশ

পরিবেশ বান্ধব সরঞ্জাম দিয়ে মন্ডপ

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব। ৪৪তম বর্ষে এবারে তাদের পুজোর থিম দ্য আফ্রিকান মাউন্টেন কটেজ। এই মন্ডপ তৈরি করতে বাঁশ, কাঠ, হোগলা পাতা, গাছের ডাল সহ একাধিক পরিবেশ বান্ধব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা।
এই প্রসঙ্গে পুজো কমিটির চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি সনৎ কুমার দত্ত বলেন “প্রতি বছরই আমাদের পুজো জেলার মধ্যে বিশেষ স্থান অধিকার করে। এই বছরও তার অন্যথা হবে না বলে আমরা যথেষ্ট আশাবাদী।”পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবার দুর্গাপুজোর পাশাপাশি শহরের সামাজিক কাজকর্মও করা হয়। রক্তদান, চক্ষু পরীক্ষা শিবির ও দুঃস্থ দুরারোগ্যদের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কন্যা দানের মতো মহৎ কাজেও ক্লাবের ছেলেরা পাশে থাকে।
advertisement
মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা। জোর কদমে কাজ শেষ করেই চোখ ধাঁধানো এক মণ্ডপ তৈরি করা হয়েছে। জাঁকজমকপূর্ণ ভাবে সেজে উঠেছে গঙ্গারামপুর চিত্ররঞ্জন ক্লাবের পুজোমন্ডপ। ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে চিত্তরঞ্জন ক্লাব। সাধারণ মানুষদের ভিড় নজর কাড়ার মত। বিকেল হতেই জেলার বিভিন্ন প্রান্ত, এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। প্রায় সারা রাত ধরেই চলছে দর্শনার্থীদের ঢল।
advertisement
advertisement
প্রতিবছরই গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের পুজো দেখার জন্য জেলাবাসি প্রতীক্ষা করে থাকে। এমনকি অভিনবত্বের ছোঁয়া থাকে প্রত্যেক বারের পুজোতেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রী দিয়ে পুজো মন্ডপ তৈরি করে জেলাবাসির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই পুজো মন্ডপ দেখতে পুজোর দিনগুলিতে আরও ভিড় হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
District Durga Puja 2023: দ্য আফ্রিকান মাউন্টেন কটেজের আদলে মন্ডপ, গঙ্গারামপুরে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement