Durga Puja 2023: জিন্স দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেল, দেখতে হলে আসতে হবে এখানে
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Edited by:Sudip Paul
Last Updated:
Durga Puja 2023 Puja Pandal at Siliguri made with 13 quintal jeans: ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে মন্ডপ সাজবে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের। এবার তাদের ৪২ তম বর্ষের থিম "লোক দর্শন"। প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা।
শিলিগুড়ি: ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে মন্ডপ সাজবে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের। এবার তাদের ৪২ তম বর্ষের থিম “লোক দর্শন”। প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা। জিন্সের কাপড় দিয়েই তৈরি হচ্ছে গোটা মন্ডপ। মেদিনীপুরের ৫২ জন শিল্পী প্রায় তিন মাস ধরে এই মন্ডপ সজ্জার কাজ করে চলেছেন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হবে দুর্গা মূর্তি। এ বছর তাদের পুজো মণ্ডপ শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে জিন্স মূলত ডেনিম থেকে প্রস্তুত করা হয়। বর্তমান প্রজন্মের তরুণ প্রথম পছন্দ হলো জিন্স। তবে এই জিন্স দিয়ে যে আস্ত একটা মন্ডপ তৈরি করা সম্ভব তা হয়তো এর আগে কেউ ভাবেনি। তাই দাদা ভাই স্পোর্টিং ক্লাবের এবারের এই চমক শিলিগুড়িবাসীর ভীষণ পছন্দ হবে অন্তত এটাই দাবি করছেন ক্লাব কর্তৃপক্ষ। এবার তাদের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা।
advertisement
ক্লাবের তরফে পুজো কমিটির সম্পাদক সুধাংশু সাহা জানান,”প্রতিবছরই আমরা নতুনত্ব কিছু করতে চাই। এবছর তাই জিন্সের কাপড় দিয়ে গোটা মন্ডপ সেজে উঠবে আমাদের। মেদিনীপুর থেকে বাহান্ন জন শিল্পী এসে প্রায় তিন মাস ধরে মণ্ডপ সজ্জার কাজ করছেন। আশা করছি শিলিগুড়িবাসী আমাদের এই প্রস্তুতি পছন্দ করবে।”
advertisement
advertisement
তিনি আরো বলেন, “পুজোর চার দিন ধরেই নানান রকম অনুষ্ঠান থাকছে। মাঠে নিরাপত্তার খাতিরে চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকবে। সব মিলিয়ে দাদাভাই ক্লাবের এবারের পুজো মণ্ডপ শহরবাসীকে তাক লাগিয়ে দেবে বলে আশাবাদী তাঁরা।”
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 8:58 PM IST