বিরাট উদ্যোগ! বক্সার ১৩ টি গ্রামে এবার বসতে চলেছে 'দুয়ারে সরকার' শিবির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রত্যন্ত এলাকার মানুষদের পরিষেবা দিতে তৎপর জেলাশাসক
#আলিপুরদুয়ার: গত বছর দুর্গম বক্সায় দুয়ারে সরকার কর্মসূচি পৌঁছে দিয়েছিলেন খোদ জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা। আর এবার বক্সা পাহাড়ের প্রত্যেকটি গ্রামের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আগামিকাল থেকে ১৩টি গ্রামেই বসছে দুয়ারে সরকার শিবির।
ভূটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার সবচেয়ে সুন্দর এবং দুর্গম এলাকা বক্সা পাহাড়। সেই বক্সা পাহাড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১৩টি গ্রাম। এই গ্রামগুলিতে বসবাস করেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই ১৩টি গ্রামের প্রতিটিতেই বসতে চলেছে দুয়ারে সরকারের শিবির। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে বক্সা দুর্গের ময়দানে বসেছিল দুয়ারে সরকারের শিবির। তখন এই দুর্গম এলাকায় ট্রেক করে পৌঁছে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক ও কালচিনির বিডিও। আধিকারিকদের সাথে নিয়ে শিবিরে যোগ দিয়েছিলেন। বাকি ১২টি গ্রামের বাসিন্দারা পাকদণ্ডী বেয়ে নেমে এসে এই শিবিরে পরিষেবা নিয়েছিলেন। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বক্সা, লেপচাখা, আদমা, তাসিগাঁও সহ মোট ১৩টি পাহাড়ি গ্রামেই আগামীকাল থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প।
advertisement
সাধারণত যে কোনও প্রয়োজনে বক্সা পাহাড়ের মানুষদের নেমে আসতে হয় রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিস অথবা কালচিনির বিডিও অফিসে, যা তাঁদের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ও কষ্টের। তাই এবার এই পাহাড়ি গ্রামের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি পরিষেবা তাঁদের গ্রামেই পান সেই জন্যই এই কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের প্রতিটি মানুষ সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সরকারি আধিকারিকদের নিয়ে ওই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন।এখানে পরিবহণ ব্যবস্থা নেই বললেই চলে। দুর্গম পাহাড়ি পথ। পূর্ব হিমালয়ের পাদদেশে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে বসতি কয়েকটি গ্রামের। থাকেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। তা বলে কি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন? সেই সব মানুষদের জন্য 'দুয়ারে সরকার'-র শিবির বসালেন আলিপুরদুয়ারের জেলাশাসক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 9:22 AM IST