Shantipur Dolyatra: শান্তিপুরে বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে সামিল হলেন তৃতীয় লিঙ্গের মানুষজন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Shantipur Dolyatra: এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে দেখা গেল তৃতীয় লিঙ্গের মানুষদের।
শান্তিপুর : দোল পূর্ণিমায় সমস্ত বাঙালি মেতে ওঠে রঙ ও আবির খেলায়। শনিবার শান্তিপুরে দ্বিতীয় দিনের বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন তৃতীয় লিঙ্গের মানুষ (Nadia News)। দ্বিতীয় দিনের বসন্ত উৎসবে মাতোয়ারা কয়েক হাজার মানুষ ৷ কচিকাঁচা থেকে শুরু করে আট থেকে আশি-সবাই মেতে উঠলেন দ্বিতীয় দিনের বসন্ত উৎসবে। শান্তিপুর তেঁতুলতলার ওরিয়েন্টাল স্কুলের মাঠে মা দুর্গা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানেই কাতারে কাতারে মানুষের ভিড়, যেখানে লক্ষ করা গেল আট থেকে আশি সবাই বিভিন্ন রঙের আবিরের ছোঁয়ায় মেতে উঠলেন এই বসন্ত উৎসবে।
আরও পড়ুন : ভিনগ্রহী থেকে মমি-পিরামিড হাজির সবই, বিনোদনের নতুন ঠিকানা প্রোফেসর শঙ্কু পার্ক
এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে দেখা গেল তৃতীয় লিঙ্গের মানুষদের। তাঁরাও বিভিন্ন রঙের আবিরের ছোঁয়ায় মেতে উঠলেন (Nadia News)। বসন্ত উৎসবে উপস্থিত হয়ে যথেষ্টই খুশি, জানালেন তাঁরা। বললেন, "বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। জাতি ভেদাভেদ ভুলে আমরা সকলেই একত্রিত হয়ে আজকের এই বসন্ত উৎসব পালন করছি। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠের চারপাশে করা হয়েছিল পুলিশকর্মী মোতায়েন।"
advertisement
আরও পড়ুন : প্রকৃতির পুজো করে, প্রকৃতির দেওয়া রঙে বাহা পরবে সামিল আদিবাসীরা
বসন্ত উৎসব অন্যতম বাঙালির শ্রেষ্ঠ পার্বণ। এই উৎসবে মানুষ সমস্ত জাতি ভেদাভেদ ভুলে মেতে ওঠেন আবির ও রঙ খেলায়। পবিত্র এই মিলনোৎসবে সামিল হওয়ার অধিকার রয়েছে সবার(Nadia News)। এখানে নেই কোনও ভেদাভেদ।
advertisement
( প্রতিবেদন: মৈনাক দেবনাথ)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2022 1:46 AM IST